Club football is back

আজ রাত থেকে শুরু হতে যাচ্ছে ইউরোপের শীর্ষ লিগগুলো!

শুরু হতে যাচ্ছে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম – Club football is back! 

ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএলের) বর্তমান চ্যাম্পিয়ন এবং ট্রেবল শিরোপা জেতা ম্যানচেস্টার সিটির ম্যাচের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে প্রিমিয়ার লিগের ২০২৩/২০২৪ মৌসুমের খেলা।

নতুন মৌসুম শুরুর দিনে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ঘরের মাঠ টার্ফ মুরে খেলতে নামবে ইংলিশ লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ পেরিয়ে আসা বার্নলি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ০১:০০ টায়।  

সদ্য প্রিমিয়ার লিগে আসা বার্নলি গত মৌসুমে চ্যাম্পিয়নশিপে ছিল দারুণ ফর্মে। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সবার আগে নিশ্চিত করেছে ইপিএলের টিকিট। 

অন্যদিকে, গত মৌসুমসহ টানা তৃতীয়বার প্রিমিয়ার লিগ জেতা ম্যান সিটি জিতেছে চ্যাম্পিয়ন্স লিগ এবং এফএ কাপও। সদ্য কমিউনিটি শিল্ডে আর্সেনালের কাছে হারলেও গত সিজনের ট্রেবল জয়ী কোচ পেপ গার্দিওলা চায় নতুন মৌসুমের শুরুটা জয় দিয়ে দারুণভাবে করতে।

ইপিএলে বার্নলি বনাম ম্যানচেস্টার সিটি এই দুই দলের খেলোয়াড়, ভালো খেলা সবদিক দিয়ে অনেক এগিয়ে সিটিজেনরা। প্রিমিয়ার লিগে বার্নলি বনাম ম্যানচেস্টার সিটির হেড টু হেড স্ট্যাটস :

হারড্রজয়
ম্যানচেস্টার সিটি১২
বার্নলি১২

পর্দা উঠছে স্প্যানিশ লিগ লা লিগার ২৩/২৪ মৌসুমের

আজ রাত ১১:৩০ টায় লিগের অন্যতম দুই দল আলমেরিয়া এবং রায়ো ভায়োকোনোর ম্যাচের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে লা লিগার নতুন মৌসুম। 

এর কিছুক্ষণ পরই ভ্যালেন্সিয়াকে নিজেদের ঘরের মাঠে আতিথ্য দেবে সাত বারের ইউরোপা লিগ চ্যাম্পিয়ন সেভিয়া। বাংলাদেশ সময় রাত ০২:০০ টায় শুরু হবে ম্যাচটি। 

আগামী ১৩ আগস্ট রাত ১:৩০ টায় নিজেদের শিরোপা লড়াই শুরু করবে রিয়াল মাদ্রিদ। যেখানে, পরেরদিন একই সময়ে গেতাফের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা পুনরুদ্ধারের মিশনে নামবে লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা।

একই দিনে নতুন মৌসুম শুরু হচ্ছে ফ্রেঞ্চ লিগ ওয়ানের

ইপিএলের সাথে একই সময়ে লিগ-১’এ ওজিসি নাইসের বিপক্ষে এ্যাওয়ে ম্যাচে মুখোমুখি হবে লস্ক লিলেঁ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ০১:০০ টায়।

পরের দিন রাত ০৯:০০ টায় লিগের আরেক পরাশক্তি দল ওলিম্পিক দে মার্সেইঁ তাদের ঘরের মাঠে আতিথ্য দেবে লিগের মধ্যম শক্তির দল এস্তাদ রেইমসঁকে। 

১৩ আগস্ট রাত ০১:০০ টায় নতুন কোচ লুইস এনরিক এবং একঝাঁক নতুন তারকা ফুটবলারদের নিয়ে এফসি লরিয়েন্তের বিপক্ষে প্রথম ম্যাচের মধ্য দিয়ে নতুন মৌসুম শুরু করবে লিগ-১’এর বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। 

সিরি আ ও বুন্দেসলিগার নতুন মৌসুম

ইউরোপের টপ ৫ লিগের ৩টিই আজ রাত থেকে শুরু হলেও ইতালিয়ান সিরি আ ও জার্মান বুন্দেসলিগার নতুন আসর শুরু হবে আরও ১ সপ্তাহ পর। যেখানে, ইতালিয়ান লিগ শুরু হবে ১৯ আগস্ট এবং জার্মান লিগ মাঠে গড়াবে ১৯ আগস্ট দিবাগত রাতে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top