এশিয়া কাপ

এশিয়া কাপের জন্য দল ঘোষণা করলো বাংলাদেশ ও পাকিস্তান!

আগামী ৩১ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের ১৬তম আসর। ওয়ানডে ফরম্যাটে প্রথমবারের মতো যৌথভাবে এশিয়া কাপ আয়োজন করছে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান ছাড়াও প্রথমবারের মতো টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছে নেপাল। 

Bangladesh Cricket & Asia Cup 2023 Update

নতুন ওয়ানডে অধিনায়ক পেল বাংলাদেশ 

গত ৩ আগস্ট বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে দীর্ঘক্ষণ বৈঠকের পর ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ঘোষণা দেন তিনি অধিনায়ক হিসেবে আর থাকতে চান না। 

দলের ভালোর জন্য এবং এশিয়ান কাপ ও বিশ্বকাপের মতো বড় মঞ্চে ভালো করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ওপেনার তামিম ইকবাল। 

অধিনায়ক হিসেবে তামিম নিজের নাম প্রত্যাহার করলে নতুন ওয়ানডে অধিনায়কের পদে বিবেচনা করা হয় টি টোয়েন্টি এবং টেস্টে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করা সাকিব আল হাসান, উইকেটকিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস এবং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে।

এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা করার আগে অধিনায়ক পদে থাকা এই তিনজন থেকে একজনকে বাছাই করার দায়িত্ব নেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

গত ১১ আগস্ট বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন প্রেস কনফারেন্সের মাধ্যমে ঘোষণা দেন সাকিব আল হাসানই হবেন টাইগারদের নতুন ওডিআই ক্যাপ্টেন। টি টোয়েন্টি ও টেস্টের পাশাপাশি ওয়ানডেতেও অধিনায়কত্ব করবেন সাকিব। 

২০১১ বিশ্বকাপের দীর্ঘ ১২ বছর পর অবশেষে আবারও ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ পেল তিন ফরম্যাটেই এক অধিনায়ককে।

এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা 

নতুন অধিনায়ক সাকিব আল হাসানের নেতৃত্বে এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনে ৩১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপে মাঠে নামবে টাইগাররা। এরই জন্য গত ১২ আগস্ট এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেন বিসিবির নির্বাচক প্যানেল।

বাংলাদেশ স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজীদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন, আফিফ হোসেন ধ্রুব, নাঈম শেখ, নাসুম আহমেদ, শেখ মেহেদি, শামীম হোসেন পাটোয়ারী। 

এছাড়াও এই স্কোয়াডের পাশাপাশি দলের রিজার্ভ খেলোয়াড় হিসেবে আছেন তাইজুল ইসলাম, তানজিম সাকিব এবং সাইফ হাসান। ওপেনার তামিম ইকবালের অনুপস্থিতিতে ১৭ সদস্যের দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন ইমার্জিং এশিয়া কাপে দারুণ খেলা তানজীদ হাসান তামিম। 

এশিয়া কাপ স্কোয়াড নিয়ে বিতর্কের মুখে বিসিবি 

নির্বাচকদের মতে এশিয়া কাপের জন্য নিজেদের পূর্ণ শক্তির স্কোয়াড ঘোষণা করা হলেও ১৭ সদস্যের স্কোয়াডের জন্য ভক্ত-সমর্থকদের কাছে বিতর্কের মুখে পড়েছে বিসিবি। প্রাথমিক দলে থাকার পরও মূল স্কোয়াডে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে জায়গা না দেওয়ায় সমালোচনার মুখে এশিয়া কাপ স্কোয়াড।

এই বিতর্কের প্রধান কারণ হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের পরিবর্তে এশিয়া কাপের দলে জায়গা করে নেওয়া শেখ মেহেদি ও শামীম পাটোয়ারী। কেননা, ২ জনেরই পার্ফম্যান্স তেমন আশা জাগানিয়া নয়। 

সর্বশেষ ডিপিএলে শেখ মেহেদির তেমন কোনো পার্ফম্যান্স ছিল না। এরপর, ইমার্জিং এশিয়া কাপের দলে ডাক পান মেহেদী। ইমার্জিং এশিয়া কাপে দলের হয়ে ভালোই অবদান রেখেছেন এই অলরাউন্ডার। যার পুরষ্কারস্বরূপ এশিয়া কাপের দলে জায়গা পেয়েছেন এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে মাত্র ৩টি ওয়ানডে খেলা এই খেলোয়াড়।

শেখ মেহেদির সাথে বাংলাদেশ দলে জায়গা করে নিয়েছেন তরুণ শামীম পাটোয়ারী। ওয়ানডেতে এখনো অভিষেক না হওয়া শামীমের ডিপিএল পার্ফম্যান্সও ছিল শেখ মেহেদির মতোই। টি টোয়েন্টিতে দলের নিয়মিত মুখ ও ভালো খেলার জন্যই হয়তো মাহমুদউল্লাহর পরিবর্তে কোচ ও অধিনায়কের কাছে তিনি এগিয়ে আছেন। 

এশিয়া কাপের স্কোয়াডের অন্যতম বিতর্কিত সিলেকশন ওপেনার নাঈম শেখের। লাল-সবুজের জার্সি গায়ে এখন পর্যন্ত ৪টি ওয়ানডে খেলেছেন এই ওপেনার। ৪ ওয়ানডের ৩ ইনিংসে ৩.৩৩ গড়ে করেছেন মাত্র ১০ রান। 

অবশ্য ইমার্জিং এশিয়া কাপে তার পার্ফম্যান্স ছিল দারুণ। যেখানে, ৪ ম্যাচে ৪১.৬৬ গড়ে করেন ১২৫ রান। ফলে, তামিম ইকবালের ইনজুরি ও ইমার্জিং এশিয়া কাপের ভালো পার্ফম্যান্সের বদৌলতেই এশিয়া কাপের মূল দলের জন্য ডাক পেলেন মোহাম্মদ নাঈম শেখ।

এশিয়া কাপ ও আফগানিস্তান সিরিজের জন্য পাকিস্তানের দল ঘোষণা 

এবারের এশিয়া কাপের অন্যতম আয়োজক দেশ পাকিস্তান। এশিয়া কাপ শুরুর প্রথম দিনই ঘরের মাঠ মুলতানে নেপালের বিপক্ষে মাঠে নামবে সাবেক ২ বারের এশিয়ান চ্যাম্পিয়নরা। এরই অংশ হিসেবে বাবর আজমের নেতৃত্বে এশিয়া কাপ ও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে পিসিবি।

পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, ইমাম উল হক, ফখর জামান, আগাহ সালমান আলী, ইফতেখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, তাইয়াব তাহির, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, উসামা মীর, ফাহিম আশরাফ, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, সৌদ শাকিল।

পাকিস্তানের ১৮ সদস্যের স্কোয়াডে সবচেয়ে বড় চমক ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা তাইয়াব তাহির ও ২০২১ সালে শেষ ওয়ানডে খেলা ফাহিম আশরাফ। যেখানে, দলে জায়গা পাননি অন্যতম অভিজ্ঞ শান মাসুদ ও পেসার শাহনেওয়াজ দাহনি।

১৮ সদস্যের দলে নাম থাকলেও শুধুমাত্র আফগানিস্তান সিরিজের জন্য পাকিস্তান দলে ডাক পেয়েছেন আরেক তরুণ সৌদ শাকিল। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে অসাধারণ পার্ফম্যান্স করেন এই তরুণ ব্যাটসম্যান।

বিশ্বকাপের আগে প্রস্তুতির মঞ্চ এশিয়া কাপ 

৫ অক্টোবর  থেকে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এশিয়া কাপে ভালো কিছু করতে মুখিয়ে আছে পাকিস্তান ও বাংলাদেশ ক্রিকেট দল। 

যার অংশ হিসেবে বিশ্বকাপের জন্য দলের অভিজ্ঞদের পাশাপাশি নতুন ও তরুণ খেলোয়াড়দের যাচাই বাছাই করতে এশিয়া কাপে দল পাঠাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top