১ম ইনিংস:
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তৃতীয় ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মুলতান সুলতান্স অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। টস হেরে ব্যাটিং করতে নেমে ইনিংসের শুরুতেই চার-ছক্কার ঝড় তুলেন ফখর জামান। তার সঙ্গী ওপেনার আব্দুল্লাহ শফিকও ধীরে ধীরে রানের চাকা সচল রাখেন।
পাওয়ার-প্লেতে লাহোর কালান্দার্স বিনা উইকেটে ৬৭ রান সংগ্রহ করে। ইমরান তাহিরের করা দ্বিতীয় ওভারের তৃতীয় বলে আব্দুল্লাহ শফিক আউট হলে দুই ওপেনারের ৮৯ রানের পার্টনারশিপের অবসান ঘটে। ফখর জামানও ইনিংসের এগারতম ওভারে ৩৫ বলে ৭৬ রানে আউট হলে, মোহাম্মদ হাফিজ এবং বেন ডাঙ্কও বেশিক্ষণ টিকে থাকতে পারেননি।
কিন্তু, কামরান গুলামের ৩১ বলে ৪৩ রানের ক্যামিও ইনিংস এবং ইনিংসের শেষ ওভারে রশিদ খানের দুই ছয় ও এক চারের ফলে ২০ ওভার শেষে ২০৬ রানের বিশাল পুজি পায় লাহোর কালান্দার্স।
২য় ইনিংস:
২০৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মুলতান সুলতান্সকে এক দূর্দান্ত শুরু এনে দেন দলের দুই ওপেনার শান মাকসুদ এবং অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। দুই ওপেনারের ঝড়ো ব্যাটিংয়ে পাওয়ার-প্লেতেই ৬৬ রান সংগ্রহ করে মুলতান সুলতান্স।
শান মাসুদ এবং মোহাম্মদ রিজওয়ান দুই জনই ২৮ বলে ফিফটি তুলে নেয়। রশিদ খানের চতুর্থ ওভারের দ্বিতীয় বলে শান মাসুদ ৮৩ রান করে আউট হলে, মোহাম্মদ রিজওয়ানও বেশিক্ষন মাঠে থাকতে পারেননি।
ফলে, এই দুই ওপেনারের ১৫০ রানের বিশাল জুটি ভাঙে। এরপর নিয়মিত বিরতিতে রাইলি রুশো, টিম ডেভিড এবং শোহাইব মাকসুদ আউট হলেও খুশদিল শাহ এর ছোট্ট এক ইনিংসে, ১৯তম ওভারে ২ বল হাতে থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় মুলতান সুলতান্স। লাহোর কালান্দার্সের হয়ে সর্বোচ্চ ৪ ওভারে ৪০ রান দিয়ে ৩ উইকেট সংগ্রহ করেছেন দলটির অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com
ম্যান অফ দ্যা ম্যাচ : শান মাসুদ
স্কোর :
লাহোর কালান্দার্স : ২০৬/৫ (২০ ওভার)
ফখর জামান ৭৬ (৩৫) ; কামরান গুলাম ৪৩ (৩১)
খুশদিল শাহ ১/১৪ (২) ; ইহসানুল্লাহ ১/২০ (২.২)
পেশাওয়ার জালমি : ২০৯/৫ (১৯.৪)
শান মাসুদ ৮৩ (৫০) ; মোহাম্মদ রিজওয়ান ৬৯ (৪২)
শাহিন আফ্রিদি ৩/৪০ (৪) ; রশিদ খানে ১/২৮ (৪)