ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪ তম আসরে সাকিব আল হাসান কে আবারো দলে ফেরালো কলকাতা নাইট রাইডার্স। পূর্ব ঘোষিত দিন অনুযায়ী ১৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত আইপিএল নিলামে বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান কে ৩ কোটি ২০ লক্ষ রুপিতে নিজেদের করে নিলো কলকাতা।
সাকিবকে দলে পেতে পাঞ্জাবের সাথে লড়াই করেছে কলকাতা। সাকিবের ভিত্তিমূল্য ছিল দুই কোটি রুপি। সবার আগে সাকিবকে দলে নিতে চায় কলকাতা। পাঞ্জাবের সাথে কয়েকবার নিলামে নাম ডাকাডাকির পরে ৩ কোটি ২০ লক্ষ ভারতীয় রুপিতে তাকে দলে পায় কলকাতা।
২০১১ সালে সাকিব প্রথমবারের মতো আইপিএল খেলার সুযোগ পায়। সেবার কলকাতা সাকিবকে কিনেছিল। ২০১২ এবং ২০১৪ সালে আইপিএল ট্রফি জিতেছিল সে সময়ের সাকিবের দল কলকাতা। তখন সাকিব দলের গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন।
এখন পর্যন্ত সাকিব আল হসান আইপিএলে ৬৩ টি ম্যাচ খেলেছেন। সর্বমোট রান করেছেন ৭৪৯, বল হাতে পেয়েছেন ৫৯ উইকেট। সাকিবকে দলে নিতে পেরে কলকাতা বেশ উচ্ছ্বসিত কলকাতা। একটি টুইট বার্তায় তারা জানায়, ‘আমাদের ময়না ঘরে ফিরে আসছে’।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com