পাকিস্তানের বিশ্বকাপ দলে শোয়েব মালিক-ভক্তদের উল্লাস!

অনেক আলোচনা ও সম্ভাবনার পর অবশেষে পাকিস্তানের বিশ্বকাপ দলে সুযোগ মিললো অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালি্কের। চোটের কারণে তারকা ব্যাটসম্যান শোয়েব মাকসুদ দল থেকে বাদ পড়ায় মালিককে দলে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তান বিশ্বকাপ স্কোয়াড

৬ সেপ্টেম্বর পাকিস্তান ক্রিকেট দলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হয়। সেই দলে মালিককে না দেখায় হতাশ হয়েছিলেন অনেকেই। তবে পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপের পারফরম্যান্স বিবেচনায় ৮ অক্টোবর বিশ্বকাপ দলে তিনটি পরিবর্তন আনে পিসিবি।

তাতে সরফরাজের জায়গা হলেও জায়গা পাননি মালিক। তবে তার কপাল খুলেছে শোয়েবের চোটে। অভিজ্ঞ অলরাউন্ডার মালিক বর্তমান সময়ে বিশ্বের পুরনো খেলোয়াড়দের অন্যতম একজন।

একনজরে পাকিস্তানের বিশ্বকাপ দল

১) বাবর আজম (অধিনায়ক), ২) আসিফ আলী, ৩) ফখর জামান, ৪) মোহাম্মদ হাফিজ, ৫) শোয়েব মালিক, ৬) মোহাম্মদ রিজওয়ান, ৭) ইমাদ ওয়াসিম, ৮) মোহাম্মদ নাওয়াজ, ৯) মোহাম্মদ ওয়াসিম, ১০) শাদাব খান, ১১) হারিস রউফ, ১২) হাসান আলী, ১৩) হায়দার আলী, ১৪) সরফরাজ আহমেদ ও ১৫) শাহীন শাহ আফ্রিদি।

রিজার্ভ খেলোয়াড় : ১৬) খুশদিল শাহ, ১৭) শাওনেওয়াজ দহনি, ১৮) উসমান কাদির।

সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন  আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top