হামদর্দ এর ওজন কমানোর ঔষুধ

জানুন ওজন কমানোর অভিনব একটি ওষুধের নাম!

বর্তমান সময়ে নারী পুরুষ উভয়েই স্থুলতা বা ওজন বৃদ্ধির সমস্যায় ভুগছেন। কম পরিশ্রম বা দীর্ঘ সময় বসে কাজ করার কারনে ওজন বৃদ্ধি পায় এবং পেটে মেদ জমে। 

আজকাল বিভিন্ন ফার্মেসীতে ওজন কমানোর জন্য নানা ধরনের ঔষধ পাওয়া যায়। কিন্তু আপনি জানেন কি এ সকল ঔষধ স্বাস্থ্যের পক্ষে কতটা ঝুঁকিপূর্ণ?  

অনেকেই আবার ওজন বা মেদ কমানোর জন্য না খেয়ে থাকা সহ বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেন।

আসলে এসব কিছুতেই সুফল হয় না বরং শরীরের ক্ষতি হয় আরো।

আপনি যদি স্থুলতা বা ওজন কমাতে চান, তবে প্রথমেই দেখে নিতে হবে আপনার কোন শারীরিক সমস্যা আছে কি না। যদি আপনার সত্যিই কোন সমস্যা না থাকে তবে আপনি হারবাল ঔষুধ সেবন করতে পারেন। 

আজ আমরা কথা বলব হামদর্দ ল্যাবরেটরিজ এর ওজন কমানোর ঔষুধ ছাফী সিরাপ সম্পর্কে। এ দুটি ওষুধ আপনার স্থুলতা বা ওজন কমানোর পাশাপাশি দেহের বিভিন্ন সমস্যার সমাধানে উপকৃত হবেন। 

হামদর্দ এর ওজন কমানোর ঔষুধ; ছাফী সিরাপ 

বর্তমানে হামদর্দ ল্যাবরেটরিজ এর ছাফী সিরাপ ওজন কমানোর জন্য সকলের কাছেই পরিচিত এবং কার্যকর একটি সিরাপ যা সেবনে আপনার ওজন নিয়ন্ত্রনে থাকবে এবং আপনার পেটের মেদ বা চর্বি ধীরে ধীরে কমতে থাকবে। চলুন তাহলে জেনে নেয়া যাক ছাফী সিরাপের কার্যকারিতা, পুষ্টি উপাদান, খাওয়ার নিয়ম ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে। 

মানব দেহে ছাফী সিরাপের কার্যকারিতা 

  • ছাফী সিরাপ স্থুলতা বা ওজন কমাতে সাহায্য করে। 
  • ইহা রক্ত ও চর্মরোগের চিকিৎসায় কার্যকরী। 
  • ছাফী সিরাপ রক্ত বিশুদ্ধের স্বাভাবিক প্রকৃিয়াকে উদ্দীপ্ত করার মাধ্যমে রক্ত পরিশোধন করে। 
  • ইহা মূত্র ও ঘর্ম নিঃসরণ করে।
  •  ছাফী পরিপাকতন্ত্রকে উদ্দীপ্ত করার মাধ্যমে অন্ত্রের গতি বৃদ্ধি করে 
  • এই সিরাপ কোষ্ঠকাঠিন্য দূর  করে। 
  • ইহা নাকের রক্তক্ষরণ বন্ধ করে। 
  • এছাড়াও ছাফী সিরাপ কোষস্থ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ঋতু পরিবর্তনকালীন সৃষ্ট বিভিন্ন রোগ প্রতিরোধে কার্যকরী ভুমিকা রাখে। 

ছাফী সিরাপের পুষ্টি উপাদান 

ছাফী সিরাপ প্রকৃতির মুল্যবান উপাদানের সমন্বয়ে প্রস্তুত বহুমুখী গুনসম্পন্ন হারবাল ওষুধ। ছাফী সিরাপ যে সমস্ত উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো-

  • সোনা পাতা 
  • রেউ চিনি 
  • কালকাসুন্দে
  • গোলাপ ফুল 
  • তুলসী
  • তেউরী মূল
  • মুন্ডীরী ফুল
  • নিলকন্ঠী
  • নাগদনা
  • ক্ষেতপাপড়া
  • অপরাজিতা 
  • শাপলা ফুল 
  • শিশু পাতা
  • হরীতকী 
  • রক্ত চন্দন
  • গুলঞ্চ 
  • চিরতা 
  • একাঙ্গি
  • রক্তকাঞ্চন 
  • কালমেঘ
  • নিম
  • হলুদ

ছাফী সিরাপ খাওয়ার নিয়ম বা সেবন বিধি 

একজন প্রাপ্ত বয়স্ক মানুষের জন্য ২ থেকে ৪ চা চামচ (১০-২০ মিলি) দৈনিক এক থেকে দুই বার সেবন করতে হবে। 

পাশাপাশি একজন অপ্রাপ্ত বয়স্ক মানুষের জন্য ১/২-১ চা চামচ (২.৫-৫ মিলি) দৈনিক এক থেকে দুই বার সেবন যোগ্য। 

তবে এই ওষুধ সেবনের পূর্বে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে হবে। 

ছাফী সিরাপের পার্শ্বপ্রতিক্রিয়া 

একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী নির্ধারিত সময়ে সঠিক মাত্রায় এই ওষুধ সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না। 

তবে ছাফী সিরাপ সেবন কালীন কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন-এই সিরাপ সেবনের সময় ক্ষুধার পরিমাণের চেয়ে কম খেতে হবে এবং ভাজা, মসলা ও গুরুপাক খাবার পরিহার করতে হবে।

হামদর্দ এর ঔষধ কোথায় পাবেন? 

হামদর্দ ল্যাবরেটরিজ এর সকল ঔষধ ও পন্য আসল এবং ন্যায্য মূল্যে পেতে চাইলে আপনি দেশের যে কোন প্রান্ত থেকে ঘরে বসেই অর্ডার করতে পারেন হেলদি-স্পোর্টস অনলাইন শপে। 

হামদর্দ এর সকল পন্য কেনাকাটার জন্য হেলদি-স্পোর্টস একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। 

উপসংহার 

পরিশেষে বলা যায় স্থুলতা বা ওজন বৃদ্ধি পাওয়া বর্তমানে একটি প্রচলিত সমস্য। ফাস্ট ফুড জাতীয় খাবার গ্রহণ, অ্যালকোহল জাতীয় পানীয় পান ইত্যাদি কারনে পেটে মেদ বা চর্বি জমে। হামদর্দ এর ওজন কমানোর ঔষুধ ছাফী সিরাপ স্থুলতা বা ওজন কমাতে কার্যকর ভূমিকা রাখে। 

ছাফী সিরাপ সম্পুর্ন পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত যা আপনি সহজেই সেবন করতে পারবেন। তাই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে হামদর্দ এর ওষুধ সেবন করুন এবং ফাস্ট ফুড বা চর্বি জাতীয় খাবার পরিহার করুন এবং নিয়মিত শরীর চর্চা করুন। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top