অর্শ রোগের চিকিৎসা

অর্শ রোগের চিকিৎসা কী? জানুন কার্যকরি ২টি ওষুধের নাম!

অর্শ রোগের চিকিৎসা কী? জানুন কার্যকরি ২টি ওষুধের নাম! 

আপনি কি পাইলস বা অর্শ রোগের চিকিৎসা সম্পর্কে জানতে চান? যদি আপনি পাইলস বা অর্শ রোগে ভুগে থাকেন তবে এ রোগের সঠিক চিকিৎসা সম্পর্কে অবশ্যই জানতে হবে। 

আর তাই আজকের আর্টিকেলে আমরা আলোচনা করবো পাইলস বা অর্শ রোগের চিকিৎসা, লক্ষণ এবং এ রোগের কারণ সম্পর্কে। 

পাইলস বা অর্শ একটি কমন রোগ। পায়ুপথের বিভিন্ন রোগের মধ্যে অর্শ বা পাইলস জটিল একটি রোগ। এ রোগের সঠিক চিকিৎসা হলো হামদর্দ চিকিৎসা। বিশেষজ্ঞদের মতে পাইলস বা অর্শ রোগ থেকে মুক্তি পেতে হামদর্দ এর চিকিৎসা অধিক কার্যকর। চলুন তাহলে জেনে নিই হামদর্দ এর অর্শ রোগের চিকিৎসা সম্পর্কে।  

অর্শ রোগের চিকিৎসা

পাইলস বা অর্শ একটি পরিচিত রোগ। বর্তমান সময়ে প্রায় সব বয়সী মানুষের মধ্যে অর্শ রোগের প্রকোপ দেখা যাচ্ছে। এবং পূর্বের তুলনায় এ রোগের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পাইলস বা অর্শ রোগের রোগীদেরকে অনেক ভোগান্তির শিকার হতে হয়। সঠিক সময় চিকিৎসা না করলে মারাত্মক স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। 

১. হ্যানরয়েড বি

হ্যানরয়েড বি ট্যাবলেট অর্শ বা পাইলস এর চিকিৎসায় বহুল প্রচলিত কার্যকরী ইউনানী ওষুধ। এটি বিভিন্ন প্রাকৃতিক উপাদান যেমন হরিতকী, দারুহরিদ্রা সহ আরও অনেক মুল্যবান ঔষধি উদ্ভিদের সমন্বয়ে প্রস্ততকৃত ট্যাবলেট। 

কার্যকারিতা 

হ্যানরয়েড বি অর্শ বা পাইলস রোগ নিরাময়ের পাশাপাশি পেট খারাপ, বদহজমি, পেট ফাঁপা দূর করে থাকে। এটি ক্ষত সারিয়ে তোলে এবং মলদ্বারে প্রদাহ কমায়। হ্যানরয়েড বি কোষ্ঠকাঠিন্য দূর করে মলত্যাগে সাহায্য করে এবং মলদ্বারের রক্তক্ষরণ বন্ধ করে। পাশাপাশি এটি মলদ্বারের ফোলা কমায় এবং চুলকানি দূর করে। 

এছাড়াও হ্যানরয়েড বিবিট্যাবলেট অ্যান্টিসেপ্টিক এবং অনুজীব নাশক হিসেবে কাজ করে। সর্বোপরি বলা যায়, অর্শ রোগের যাবতীয় চিকিৎসায় হ্যানরয়েড বি অতুলনীয়। 

সেবন বিধি 

একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হ্যানরয়েড বি ট্যাবলেট ১ টি করে দৈনিক দুই বার খাওয়া প্রযোজ্য। 

পার্শ্বপ্রতিক্রিয়া 

যে কোন ওষুধ নির্ধারিত মাত্রায় সেবন করলে কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় না। তাই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক মাত্রায় সেবনে এই ওষুধের কোন পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি। 

২. মা’জুন ওশবা 

অর্শ্ব রোগের চিকিৎসায় মা’জুন ওশবা দারুণ কার্যকর। এটি মলদ্বারের চুলকানি, কুষ্ঠসহ বিভিন্ন ধরনের চর্ম ও সিরোসিস রোগ নিরাময় করে। মা’জুন ওশবাতে রয়েছে সোনাপাতা, চন্দন, চূবচীনী ও স্বর্ণলতার মতোন উপাদান। যা অর্শরোগের চিকিৎসায় অতি প্রয়োজনীয়। 

কার্যকারিতা 

মা’জুন ওশবা চুলকানি নিরাময়ে কার্যকর একটি ওষুধ। তাই অর্শরোগের চিকিৎসায় মলদ্বারের চুলকানি দূরীকরণে এটি দারুণ ভূমিকা রাখে। তাছাড়াও এটি একজিমা, সন্ধিপ্রবাহ, বাত, রক্তদূষণ ও বিভিন্ন খোস পাঁচড়ার উপাদান হিসেবে ব্যবহৃত হয়। এছাড়াও দূষির রহ

সেবনবিধি

সকালে ও রাতে দৈনিক ২ বার করে অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেব্য। 

পার্শ্বপ্রতিক্রিয়া 

ডাক্তারের পরামর্শ মেনে সেবন করলে এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না। 

অর্শ রোগের কারণ

অর্শ রোগের কারন গুলো সকলের জানা প্রয়োজন। বিভিন্ন কারনে পাইলস বা অর্শ রোগ হতে পারে। যেমন:-

১. দীর্ঘদিনের পুরনো ডায়রিয়া বা আমাশয়ের সমস্যা থাকলে। 

২. অনিয়মিত জীবন যাপন করা 

৩. অতিরিক্ত মসলা যুক্ত খাবার গ্রহণ 

৪. দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্যে ভোগা

৫. তৈলাক্ত খাবার খাওয়া। 

৬. ভাজা পোড়া খাবার খাওয়া 

৭. যকৃতের গোলযোগ ও পরিপাকতন্ত্রে গোলযোগ 

৮. পেটে অতিরিক্ত গুড়া কৃমি 

৯. মলত্যাগের সময় অধিক চাপ প্রয়োগ 

১০. মলদ্বারের মাংসপেশির দুর্বলতা। 

এছাড়াও অনিয়মিত মলত্যাগ, পানি কম পান করা, অতিরিক্ত ওজন, আঁশযুক্ত খাবার কম খাওয়া, ভারি ওজন তোলা, দীর্ঘ সময় দাঁড়িয়ে বা বসে কাজ করা এবং বংশগত কারনেও অর্শ রোগ দেখা দিতে পারে। 

অর্শ রোগের লক্ষণ

যে সমস্ত লক্ষন গুলো দেখা দিলে বুঝবেন আপনার পাইলস বা অর্শ রোগ হয়েছে। তা হলো-

১. মলত্যাগের সময় তাজা লাল রক্ত পড়া

২. মলদ্বারে জালা পোড়া করা

৩. মলত্যাগের সময় প্রচন্ড ব্যথা 

৪. পায়ুপথ ফুলে যাওয়া

৫. মলত্যাগের সময় মাংসপিন্ড বের হয়ে আসা

৬. বসলে পায়ুপথে ব্যথা অনুভব হওয়া 

৭. মল কালো বা লালচে রং হতে পারে 

৮. রক্ত কখনো ফোঁটা বা ফিনকি দিয়ে যেতে পারে

৯. মলত্যাগে বাঁধা সৃষ্টি হওয়া এবং 

১০. মলদ্বারে প্রচন্ড চুলকানি। 

এই সমস্ত লক্ষণগুলি দেখা দিলে যত দ্রুত সম্ভব ডাক্তারের শরণাপন্ন হওয়া বাঞ্ছনীয়। 

অর্শ্ব রোগের হামদর্দ এর ঔষধ কোথায় পাবেন? 

হামদর্দ ল্যাবরেটরিজ এর সকল ঔষধ দেশের যে কোন প্রান্ত থেকে ঘরে বসেই আপনি অর্ডার করতে পারেন হেলদি-স্পোর্টস শপ থেকে। এখানে সকল ঔষুধ ও পন্য  আসল ও ন্যায্য মূল্যে পাওয়া যায়। 

উপসংহার 

পাইলস বা অর্শ রোগের চিকিৎসায় হামদর্দ এর ঔষধ প্রাচীনকাল থেকেই ব্যবহার হয়ে আসছে। বিভিন্ন প্রাকৃতিক ঔষধি উপাদান দিয়ে তৈরি হ্যানরয়েড বিবিট্যাবলেট সম্পুর্ণ পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত, যা আপনি সহজেই সেবন করতে পারবেন। 

তাই পাইলস বা অর্শ রোগের লক্ষন দেখা দিলেই দেরি না করে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এবং হামদর্দ এর ঔষধ সেবন করে নিজেকে সুস্থ রাখুন।  

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top