উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে কে কার মুখোমুখি?

শেষ হয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ২০২১/২২ মৌসুমের কোয়ার্টার ফাইনাল পর্ব। চরম নাটকীয়তার মাধ্যমে পরের পর্ব নিশ্চিত করেছে চারটি দল। যেখানে নাম রয়েছে রিয়াল মাদ্রিদ, লিভারপুল, ম্যানচেস্টার সিটির পাশাপাশি বায়ার্ন মিউনিখকে হারিয়ে সকলকে চমকে দেওয়া ভিয়ারিয়াল। 

বায়ার্ন মিউনিখ বনাম ভিয়ারিয়াল:

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লা লিগায় টেবিলের ৭ম স্থানে থাকা ভিয়ারিয়ালের কাছে ১-০ গোলে হেরে কিছুটা পিছিয়ে ছিল বায়ার্ন মিউনিখ। তাই, ২য় লেগে ঘরের মাঠ অ্যালায়েঞ্জ অ্যারেনাতে জয় পাওয়ার জন্যই মাঠে রবার্ট লেওয়ানডস্কিরা। কিন্তু, এই ম্যাচের ১ম হাফে কাজের কাজ কিছুই করতে পারেনি বায়ার্নের অ্যাটেকাররা। ভিয়ারিয়াল গোলকিপার গেরোনিমো রুল্লির দৃঢ়তায় প্রথমার্ধ গোলশূন্য ছিল।

২য় হাফে মাঠে নামার ৭ মিনিটের মাথাই গোল করে বায়ার্ন মিউনিখকে অ্যাগ্রিগ্রেটে সমতা এনে দেন লেওয়ানডস্কি। এরপর, ৮০ মিনিট পর্যন্ত ১-১ (অ্যাগ্রিগ্রেট) ছিল স্কোর। কিন্তু, ৮৮ মিনিটে ঘটে বিপত্তি। বায়ার্ন মিউনিখের জালে বল জড়ান ভিয়ারিয়াল মিডফিল্ডার চুকওয়েজে। ফলে, ২-১ অ্যাগ্রিগ্রেটে বায়ার্ন মিউনিখকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে উনাই এমেরি শিষ্যরা।

রিয়াল মাদ্রিদ বনাম চেলসি:

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের ২য় লেগের আরেক ম্যাচে মাঠে নামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসি ও সবচেয়ে সফলতম দল রিয়াল মাদ্রিদ। ১ম লেগে ৩-১ গোলে জয় পাওয়ায় এই ম্যাচের আগে কিছুটা হলেও স্বস্তিতে ছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু, ম্যাচ শুরুর ১৫ মিনিটেই গোল খেয়ে বসে লস ব্লাঙ্কোসরা। এরপর, ৫১ মিনিটে অ্যান্তনিও রুডিগার ও ৭৫ মিনিটে টিমো ওয়ের্নার গোল করলে ম্যাচে ৩-০ গোলে এগিয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা, যেখানে অ্যাগ্রিগ্রেট ছিল রিয়াল মাদ্রিদ ৩-৪ চেলসি।

কিন্তু, ৮০ মিনিটে আবার গোল খেয়ে বসে চেলসি। যার ফলে সম্পূর্ণ ৯০ মিনিট শেষে দুই ম্যাচ মিলিয়ে স্কোর হয় ৪-৪। তাই, ম্যাচের বিজয়ী নির্ধারণের জন্য খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের ১ম হাফে ভিনিসিয়াস জুনিয়রের অসাধারণ পাসে হেড দিয়ে গোল করেন ফরাসি তারকা করিম বেনজেমা। এরপর ম্যাচে আর কোনো গোল না হলে দুই ম্যাচ মিলিয়ে ৫-৪ গোলে চেলসিকে বিদায় করে সেমিফাইনাল নিশ্চিত করলো রিয়াল মাদ্রিদ। 

লিভারপুল বনাম বেনফিকা:

অ্যনফিল্ডে ইউসিএল কোয়ার্টার ফাইনালের ২য় লেগে পর্তুগালের দল বেনফিকাকে আতিথ্য দেয় লিভারপুল। ১ম লেগে ৩-১ গোলে এগিয়ে থাকায় এই ম্যাচের শুরুর একাদশে ছিলেননা মোহাম্মদ সালাহ, সাদিও মানে, ভার্জিল ভ্যান ডাইক, অ্যান্ডি রবার্টসন ও ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের মতো তারকারা। ম্যাচ শুরুর ২১ মিনিটেই গোল করে লিভারপুলকে লিড এনে দেন ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে।

এরপর, বেনফিকার হয়ে গোনসালো রামোস ৩২ মিনিটে ১টি গোল পরিশোধ করলেও ৫৫ ও ৬৫ মিনিটে রবার্টো ফিরমিনোর জোড়া গোলে ম্যাচে ৩-১ গোলে পিছিয়ে পড়ে বেনফিকা। পরে, ৭৩ মিনিটে রোমান ইয়ারেমচুক ও ৮১ মিনিটে ডার্ওইন নুনেজ গোলে ৩-৩ স্কোরে ম্যাচ শেষ হলেও অ্যাগ্রিগ্রেটে বেনফিকাকে ৬-৪ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে অলরেডসরা। 

অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটি:

কোয়ার্টার ফাইনালের অন্যতম আরেকটি উত্তেজনাপূর্ণ ম্যাচ ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি বনাম লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদের। ১ম লেগে ১-০ গোলের হার ও ৫-৫-০ ফর্মেশনের বিতর্কের পর ঘরের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোতে জয় তুলে নেওয়া ছাড়া বিকল্প ছিল না দিয়েগো সিমিওনের কাছে।

কিন্তু, এই ম্যাচেও নিজের ডিফেন্সিভ স্টাইলে খেলতে থাকে অ্যাটলেটিকো মাদ্রিদ। যার ফলে এই ম্যাচে দুই দলই থেকে থেকে অ্যাটাক করলেও ৯০ মিনিট শেষে গোলশূন্য ড্র হয় ম্যাচটি। অ্যাটলেটিকো মাদ্রিদের পাশাপাশি ম্যান সিটিও গোল দিতে ব্যর্থ হয়।

ফলে, দুই ম্যাচ মিলিয়ে ১ম লেগে কেভিন ডি ব্রুইনার করা গোলের সুবাদে অ্যাগ্রিগ্রেটে ১-০ তে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে সেমিফাইনালে উঠে পেপ গার্দিওলার দল। উল্লেখ্য যে, এই ম্যাচে দুই দলের খেলোয়াড়রা মিলে ৭টি হলুদ কার্ড ও ১টি লাল কার্ড দেখে।

সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন হেলদি-স্পোর্টস শপ থেকে- https://shop.healthd-sports.com

সেমিফাইনাল লাইনআপ:

সেমিফাইনাল – ১ম লেগ: 

১. ম্যান. সিটি বনাম রিয়াল মাদ্রিদ (২৭ এপ্রিল ২০২২, রাত ১:০০ টায়)

২. লিভারপুল বনাম ভিয়ারিয়াল (২৮ এপ্রিল ২০২২, রাত ১:০০ টায়)

সেমিফাইনাল – ২য় লেগ:

১. ভিয়ারিয়াল বনাম লিভারপুল (০৪ মে ২০২২, রাত ১:০০ টায়)

২. রিয়াল মাদ্রিদ বনাম ম্যান. সিটি  (০৫ মে ২০২২, রাত ১:০০ টায়)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top