মাঠে গড়াচ্ছে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২২। কিন্তু টুর্নামেন্ট চলাকালীন সময়েই করোনা শনাক্ত হয়েছে ভারত অনূর্ধ্ব-১৯ দলের ৬ ক্রিকেটারের।
যুব বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হয় ভারত। কিন্তু ম্যাচের আগে করোনা টেস্টের ফলাফলে করোনা পজিটিভ আসে অধিনায়ক যশ ধূল, সহ-অধিনায়ক শাইখ রাশিদ, সিদ্ধার্থ যাদব, মানাব পারেক্ষ, বাসু ভাট ও আরাধ্য যাদবের। তাদের ৬ জনকেই বর্তমানে মূল দল থেকে আলাদা করে আইসোলেশনে রাখা হয়েছে।
পরবর্তীতে তাদেরকে ২য় বারের মতো করোনা পরীক্ষা করা হবে এবং সেই পরীক্ষায়ও পজিটিভ আসলে নিয়মানুযায়ী এই ৬ জন ক্রিকেটারকে ২১ দিন আইসোলেশনে থাকতে হবে।
১৭ জনের স্কোয়াডের মধ্যে থেকে ৬ জন করোনা পজিটিভ হওয়ায় বাকি ১১ জনকে একাদশে রেখেই আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলতে হয় ভারতকে। অন্যদিকে, সব ক্রিকেটার একে অপরের সংস্পর্শে থাকায় বাকিদেরও করোনা সংক্রমণের আশংকা রয়েছে।
উল্লেখ্য, ভারত সেই ম্যাচে আয়ারল্যান্ডকে ১৭৪ রানের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের টানা দ্বিতীয় জয় তুলে নেয়। ২ ম্যাচ শেষে ভারত গ্রুপ বি-এর শীর্ষে অবস্থান করছে।
ভারত অনূর্ধ্ব-১৯ স্কোয়াড:
যশ ধূল (অধিনায়ক), শাইখ রাশিদ, দিনেশ বানা, রাজ আঙ্গাদ বাওয়া, আনিশ্বর গৌতম, রাজভর্ধন হাঙ্গারগেকার, ভিকি ওস্তুয়াল, মানাব পারেক্ষ, আঙ্গকৃশ রাগুভানশি, রাভি কুমার, গার্ভ সাঙ্গওয়ান, নিশান্ত সিন্ধু, হারনুর সিং, কৌশাল তাম্বে, বাসু ভাট, আরাধ্য যাদব, সিদ্ধার্থ যাদব।
রিসার্ভ প্লেয়ার: রিশিত রেড্ডি, উদয় সাহারান, আনশ গোসাই, আমরিত রাজ উপপাধ্যায়, পিএম সিং রাটোড়।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com