বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) – করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আইপিএল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
ভারতে প্রতিদিনই তিন লাখের উপরে মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। দেশের এমন পরিস্থিতির মধ্যেও আইপিএল চালিয়ে যাচ্ছিলো বিসিসিআই। তবে শেষ পর্যন্ত বাধ্য হয়েই স্থগিত করলো আইপিএল । কলকাতা নাইট রাইডার্স, দিল্লী ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংসের পর করোনায় আক্রান্ত হলেন সানরাইজার্স হায়দরাবাদের একজন ক্রিকেটার।
মূলত এরপরই আইপিএলের এবারের আসর স্থগিত করে বিসিসিআই। সর্বশেষ হায়দরাবাদের উইকেটকিপার ঋদ্ধিমান সাহা করোনায় আক্রান্ত হন।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com