আমাশয় হলে কি খাবার খাওয়া যাবে

আমাশয় হলে কি খাবার খাওয়া যাবে | আমাশয় রোগের লক্ষণ ও প্রতিকার জেনে নিন!

আমাশয় হলে কি খাবার খাওয়া যাবে – আমাশয় খুবই পরিচিত একটি ব্যাধি। যা মনুষ্য অন্ত্রে  সংক্রমণের দ্বারা বিক্রিয়া করে। এন্টামিবা হিস্টোলাইটিকা বা সিগেলা গণভুক্ত ব্যাকটেরিয়া মানব শরীরের পরিপাক তন্ত্রে সংক্রমণ করে এই রোগের সৃষ্টি ঘটায় যার ফলে পেট ব্যথা, রক্ত আমাশয়, পেট কামড়ানো সহ ইত্যাদি সমস্যার সম্মুখীন হতে হয়।

অম্লনাশক ও আলসার নিরাময়কারক (পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত) মেডিসিন কিনুন আমাদের শপ থেকে! 

আমাশয় হলে কি খাবার খাওয়া যাবে

এটি এমন একটি রোগ যার সাথে আমরা সকলেই পরিচিত প্রায়।  তো চলুন জেনে নেওয়া যাক আমাশয় হলে কি খাবার খাওয়া যাবে। আমাশয় দূর করার আয়ুর্বেদ ঔষধ কিনুন আমাদের শপ থেকে!

ডালিমের খোসা –

আমাশয় দূর করতে ডালিমের খোসা অত্যন্ত উপকারি। যারা আমাশয়ে ভুগছেন তারা ডালিমের খোসা সিদ্ধ করে খেতে পারেন। সিদ্ধ করে ডালিমের খোসা খেলে এ রোগ নিরাময়ে সুবিধা পাবেন। আমাশয় দূর করতে ডালিমের শুকনো খোসা এবং কাঁচা খোসা দুটোই কার্যকরি। ১-২ গ্রাম ডালিমের খোসা চূর্ন করে মধুর সাথে মিশিয়ে খান ভালো ফল পাবেন।

থানকুনি পাতা –

থানকুনি পাতা আমাশয় দূর করতে অনেক কার্যকারি। সকালে উঠে খালি পেটে নিয়মিত থানকুনি পাতা সেবন করলেই এর ফলাফল দেখতে পাবেন। অন্যভাবেও এ পাতাকে কাজে লাগাতে পারেন।

পরিমাণ মতো থানকুনি পাতা বেটে নিন এর সাথে মধু কিংবা চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এই উপাদান টি নিয়মিত দুই বার করে খেলে আপনার কষ্ট কমে যাবে।  

আমাশয় রোগের লক্ষণ প্রতিকার

আমাশয় রোগের লক্ষণ
  • রোগীর নিয়মিত ও বার বার পাতলা পায়খানা হতে থাকে।
  • মলের সাথে মিউকাস বেশি থাকে। 
  • মলের সাথে রক্ত বের হলেও পরিমাণে কম। 
  • সাধারণত ডানদিকের তলপেটে ব্যাথা হয়।  
  • ঘন ঘন পাতলা পায়খানা হওয়ার ফলে শরীর দুর্বল হয়ে মাথা ঘুরে।  এসব সমস্যার সম্মুখীন হলে আপনি ধরে নিতে পারেন আপনার আমাশয় হয়েছে।  
আমাশয় এর প্রতিকার
  • মলত্যাগের পর বিশুদ্ধ পানি দিয়ে হাত মুখ, পা ধৌত করুন। 
  • খাবার খাওয়ার পূর্বে সাবান কিংবা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ভালোভাবে ধুয়ে খেতে বসুন। 
  • ট্যাপের পানি পান করা থেকে বিরত থাকুন। 
  • বাহিরের খোলা ভাজাপোড়া ইত্যাদি জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকুন। 
  • আপনার ব্যবহারকৃত জামা- কাপড়, গামছা ইত্যাদি অপর কাউকে ব্যবহার করতে  দিবেন না। 
  • সবসময় বিশুদ্ধ পানি পান করার চেষ্টা করুন।  প্রয়োজনে পানিকে ফিল্টার করে নিন। 
  • যে কোন ফল খাওয়ার পূর্বে পানি দিয়ে ভালোভাবে ফল টি কে ধুয়ে তারপর খান। 

মাশয় রোগের চিকিৎসা 

আমরা জানি, সাধারণত নোংরা পানি, অপরিচ্ছন্ন খাবার গ্রহণের মধ্য দিয়ে আমাদের শরীরে আমাশয় এর  লক্ষণ দেখা যায়। চলুন জেনে নেওয়া যাক এই রোগ হলে এই রোগের চিকিৎসা কি!

  • আমাশয় হলে অবশ্যই প্রচুর খাবার স্যালাইন গ্রহণ করতে হবে। 
  •   রোগীকে অধিকন্তু  বিশ্রাম গ্রহণ করতে হবে। 
  • ডিহাইড্রেশন প্রতিরোধ করার জন্য ব্যাপক পরিমাণে তরল খাবার এবং পুষ্টি গুণাগুণ খাবার গ্রহণ করতে হবে।
  •  আমাশয় আক্রান্ত রোগীকে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে হবে এবং ট্যাপের পানি পান করা থেকে বিরত থাকতে হবে। 
  • ডাক্তারের পরামর্শ মোতাবেক মেট্রোনিডাজল (৪০০ মি. গ্রা) ট্যাবলেট দিনে ৩ বার ১ টা করে টানা ৫ দিন খেতে হবে।  ( এই রুটিন টা  শুধুমাত্র পূর্ণ বয়স্কদের ক্ষেত্রে) বাচ্চাদের ক্ষেত্রে ডাক্তার ওজন মেপে চিকিৎসা দিবে। 

সুতরাং আপনারা নিশ্চয় আর্টিকেলটি থেকে যথেষ্ট তথ্য পেয়েছেন। আশা করি, আমাশয়জনিত সমস্যায় পড়লে আপনাদের আর চিন্তিত হতে হবে না। আমাশয় হলে কি খাবার খাওয়া যাবে এই নিয়ে দ্বিধাদ্বন্দ আমরা দূর করেছি। অতএব সুষ্ঠু চিকিৎসার মাধ্যমে আপনি ভোগান্তি ছাড়ায় আমাশয় দূর করতে পারেন। 

সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন  আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com

আপনার মনে কোন প্রশ্ন থাকলে এখানে ক্লিক করুন!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top