আজ রাতে স্ব-স্ব লিগে মাঠে নামছে ইউরোপের বড় সব দলগুলো। লা লিগায় রয়েছে রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচ। প্রিমিয়ার লিগে মাঠে নামবে ম্যানচেস্টারের দুই দল সিটি ও ইউনাইটেড এবং টটেনহাম হটস্পার। লিগ ১-এ নিজেদের শীর্ষস্থান মজবুত করতে মাঠে নামবে পিএসজি। বুন্দেসলিগায় ম্যাচ রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের। সিরি আ-তে মাঠে নামবে জুভেন্টাস।
Table of Contents
টটেনহাম হটস্পার বনাম লিডস ইউনাইটেড:
লিডসের হয়ে নিজের কোচিং ক্যারিয়ারের সম্ভবত সবচেয়ে বাজে সময়টা কাটাচ্ছেন আর্জেন্টাইন মার্সেলো বিয়েলসা। এরই ফলস্বরূপ, টেবিলের ১৫তম স্থানে রয়েছে লিডস। আর তাই, জয়ের জন্য আজ টটেনহাম হটস্পারের বিপক্ষে মাঠে নামবে মার্সেলো বিয়েলসা বাহিনী। টটেনহাম হটস্পারও শেষ ম্যাচ হেরেছে বার্নলির কাছে। তাই, তারাও জয় ভিন্ন কিছুই ভাবছেনা।
ম্যানচেস্টার ইউনাইটেড বনাম ওয়াটফোর্ড:
চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে ১-১ গোলের ড্র এর পর আজকে লিগ ম্যাচে মাঠে নামছে ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের প্রতিপক্ষ টেবিলের (১৯তম) রেলিগেশেন জোনে থাকা দল ওয়াটফোর্ড।
এভারটন বনাম ম্যানচেস্টার সিটি:
বাংলাদেশ সময় রাত ১১:৩০ টায় এভারটনের ঘরের মাঠ গুডিসন পার্কে মাঠে নামবে পেপ গার্দিওলা শিষ্যরা। ম্যানচেস্টার সিটির অবস্থান টেবিলের শীর্ষে হলেও এভারটনের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। শেষ ম্যাচে সাউথহ্যাম্পটনের কাছে ২-০ গোলে হেরেছিল দলটি। তাই, সিটির বিপক্ষে জয় তুলে নিতে চান এভারটন কোচ ফ্রাঙ্ক লাম্পার্ড।
রায়ো ভায়োকোনো বনাম রিয়াল মাদ্রিদ:
লা লিগায় আজ রায়ো ভায়োকোনোর আতিথ্য নেবে রিয়াল মাদ্রিদ। টেবিলের শীর্ষে অবস্থান করে ফুরফুরে মেজাজে থাকলেও জয় নিয়েই ফিরতে চান মাদ্রিদ কোচ কার্লো অ্যানচেলত্তি। অন্যদিকে, জয় তুলে নিয়ে টেবিলে উপরে উঠে আসতে চাই স্বাগতিকরাও।
অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম সেল্টা ভিগো:
লা লিগায় সময়টা মোটেও ভালো যাচ্ছেনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদের। ২৫ ম্যাচ শেষে ৪২ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের ৫ম স্থানে। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সাথে পয়েন্ট ব্যবধান ১৫ এর। আবার, টেবিলের ৯ম স্থানে রয়েছে সফরকারী দল সেল্টা ভিগো। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে জয় তুলে নিতে চাই তারা।
এম্পোলি বনাম জুভেন্টাস:
সিরি আ-তে বাংলাদেশ সময় আজ রাত ১১:০৫ টায় এম্পোলির বিপক্ষে মাঠে নামবে জুভেন্টাস। লিগে শেষবারের দেখায় এম্পোলির কাছে ১-০ গোলে হেরেছিল মাস্সিমিলিয়ানো অ্যালেগ্রির দল। তাই, এই ম্যাচে এম্পোলিকে হারিয়ে সেই ম্যাচের প্রতিশোধ নিতে চায় তুরিনের ওল্ড লেডিরা।
ই. ফ্রাঙ্কফুর্ট বনাম বায়ার্ন মিউনিখ:
জার্মান বুন্দেসলিগার বিগ ম্যাচে ফ্রাঙ্কফুর্টের প্রতিপক্ষ টেবিলের শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখ। ফ্রাঙ্কফুর্টের অবস্থান টেবিলের ১০ নাম্বারে হলেও বরাবরের মতো শীর্ষেই আছে বায়ার্ন মিউনিখ। তাই, ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে জয় তুলে নিয়ে টেবিলে নিজেদের অবস্থানটা পাকাপোক্ত করতে মরিয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
পিএসজি বনাম সেন্ট এতিয়েনঁ:
ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে সেন্ট এতিয়েনঁকে আতিথ্য দেবে পিএসজি। তারকাবহুল দল হয়েও লিগে নিজেদের শেষ ম্যাচে নান্তেসের কাছে ৩-১ গোলে হেরেছিল দলটি। তাই, এই ম্যাচে জয় তুলে নিতে তীব্র অঙ্গীকারবদ্ধ মাউরিসিও পচেত্তিনোর দলটি। মুখোমুখি পরিসংখ্যানে, সেন্ট এতিয়েনেঁর বিপক্ষে শেষ ৫ ম্যাচে ৪ জয় ও ১ ড্র রয়েছে প্যারিসের ক্লাবটির। ম্যাচটি শুরু হবে আজ রাত ২:০০ টায়।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন হেলদি-স্পোর্টস শপ থেকে- https://shop.healthd-sports.com