ক্রিকেটারদের তালিকা

আইপিএল এর সর্বোচ্চ-সর্বনিন্ম ভিত্তিমূল্যের ক্রিকেটারদের তালিকা!

সর্বোচ্চ ২ কোটি ভিত্তিমূল্যের দেশি খেলোয়াড়দের তালিকায় আছেন :

রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, দিপাক চাহার, শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার, দিনেশ কার্তিক, ইশান কিশান, ভুবনেশ্বর কুমার, দেবধূত পাডিক্কাল, ক্রুনাল পান্ডিয়া, সুরেশ রায়না, হার্শাল পাটেল, আম্বাটি রায়ডু,  মোহাম্মদ শামি, রবিন উত্থাপা, উমেশ যাদব, শার্দুল ঠাকুর।

সর্বোচ্চ ২ কোটি ভিত্তিমূল্যের বিদেশি খেলোয়াড়দের তালিকায় আছেন :

মোস্তাফিজুর রহমান, মুজিব উর রহমান, অ্যাশটন অ্যাগার, নেথান কুলটার নাইল, সাকিব আল হাসান, প্যাট কুমিন্স, জশ হ্যাজলেউড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, ম্যাথিউ ওয়েড, অ্যাডাম জাম্পা, স্যাম বিলিংস, শাকিব মেহমুদ, ক্রিস জর্ডান, ক্রেইগ ওভারটন, আদিল রশিদ, জেসন রয়, জেমস ভিন্স, ডেভিড উইলে, মার্ক উড, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট, কুইন্টন ডি কক, মার্চেন্ট ডি লাং, ফাফ ডু প্লেসিস, কাগিসো রাবাডা, ইমরান তাহির, ফ্যাবিয়ান অ্যালেন, ডোয়েইন ব্রাভো, এভিন লুইস, ওডিয়েন স্মিথ।

১.৫ কোটি ভিত্তিমূল্যের দেশি-বিদেশি খেলোয়াড়দের তালিকায় আছেন :

ইয়ন মরগান, অমিত মিশরা, নিকোলাস পুরান, ইশান্ত শর্মা, অ্যারন ফিঞ্চ, ওয়াশিংটন সুন্দর, ক্রিস লিন, জেসন হোল্ডার, কেন রিচার্ডসন, ন্যাথান লায়ন, জনি বেয়ার্স্টো, অ্যালেক্স হেলস, কলিন মুনরো, ডাওয়িদ মালান, অ্যাডাম মিলনে, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, টিম সাউদি, কলিন ইনগ্রাম, শিমরন হেটমায়ার। আইপিএল মেগা অকশ্যানের তালিকায় জায়গা পেয়েছেন ৯ বাংলাদেশি!

১ কোটি ভিত্তিমূল্যের দেশি-বিদেশি খেলোয়াড়দের তালিকায় আছেন :

পিয়ুশ চাওলা, প্রসিদ কৃষ্ণা, টি. নাটারাজন, মনিশ পান্ডে, নিথিশ রানা, অজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, কুলদীপ যাদব, মোহাম্মদ নবি, জায়ান্ত যাদব, জেমস ফর্কনার, মইসেস হ্যানরিকস, রিলে মেরেডিথ, মার্নাস লাবুশেইন, জশ ফিলিপ, ড’আরসি সর্ট, অ্যান্ড্রু টাই, ড্যান লরেন্স, লিয়াম লিভিংস্টোন, টাইমাল মিলস, ওলি পপ, ডেভন কনওয়ে, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, এডেন মার্করাম, রাইলি রুশো, তাভরেইজ শামসি, রাসি ভ্যান ডার ডুস্সেন, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রস্টন চেজ, শারফ্রেন রাদারফোর্ড। 

আগামী ১২ এবং ১৩ ফেব্রুয়ারী মেগা অকশ্যানের পর জানা যাবে যে, এই ১২১৪ জন খেলোয়াড়দের মধ্যে কয়জন খেলোয়াড় দল পেয়েছেন।

সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন  আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top