নারকেল তেল! নামটি শুনলেই মাথায় এ তেল দেবার কথা মনে পরে ৷ নারকেল তেল কিন্তু কেবলমাত্র মাথার চুলেরই উপকার করে এমন নয়! এর রয়েছে নানাবিধ উপকারীতাও ! আজকের আর্টিকেলে আমরা জানবো নারকেল তেলের উপকারিতা সম্পর্কে ৷
চর্মরোগের (পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত) মেডিসিন কিনুন আমাদের শপ থেকে!
Table of Contents
নারকেল তেলের উপকারিতা
পুড়ে যাওয়া স্থানে ব্যবহার :
সাংসারিক কাজ করতে যেয়ে অনেকসময় ছোটখাটো দূর্ঘটনা ঘটে যায় ৷ তেমনি যদি হঠাৎই শরীরের কোথাও পুড়ে যায় তাহলে সেখানে ব্যবহার করা যাবে নারকেল তেল ৷ নারকেল তেলের উপকারিতা হচ্ছে, এটি জ্বালাপোড়া কমিয়ে ফেলে ৷ জ্বালাপোড়া কমাতে নারকেল তেলের ব্যবহার প্রমানিত ৷ তাই আপনারাও এভাবে ব্যবহার করতে পারেন ৷
ঘুমের জন্য উপকারী :
যাদের ঘুমের সমস্যা রয়েছে তাদের জন্য নারকেল তেল কার্যকারী একটি মেডিসিন ৷ তিন টেবিল চামচ করে নারকেল তেল নিয়মিত খেলে ঘুম না হওযার সমস্যা দূর হয়ে যায় ৷ নারকেল তেলের উপকারীতার মাঝে তাই এটি অন্যতম ৷ হেলদি অর্গানিক নারিকেল তেল কিনুন আমাদের শপ থেকে!
হজমের জন্য সহায়ক ভূমিকা পালন :
নারকেল তেল হজমের জন্য সহায়ক ভূমিকা পালন করে থাকে ৷ নারকেল তেলে আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও উপকারী বেশ কিছু ফ্যাট রয়েছে ৷ যার ফলে আমাদের হজমের জন্য এটি সহায়ক ভূমিকা পালন করে থাকে ৷
শারীরিক শক্তি বৃদ্ধি :
নারকেল তেল নিয়মিত গ্রহন করার মাধ্যমে আমরা আমাদের শরীরের শক্তি বৃদ্ধি করতে পারি ৷ নারকেল তেলে থাকে একধরনের অ্যাসিড যা কিনা আমাদের মস্তিককে রিল্যাক্সসেশন এ সহায়তা করে থাকে ৷
>> যেসব ফল ও খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে!
জয়েন্টে জয়েন্টে ব্যাথার উপশম :
আমাদের অনেকসময় ই শরীরের জয়েন্ট এ ব্যাথা হয়ে থাকে ৷ এরূপ সমস্যার সমাধান করতে কুসুম গরম নারিকেল তেল দিয়ে জয়েন্টের ব্যাথায় ম্যাসাজ করলে আমরা অনেক উপকার লাভ করতে পারবো৷
শরীরের দুর্গন্ধ দূর করনে :
শরীরের বিশেষত ঘামের দুর্গন্ধ দূর করনে নারকেল তেল ব্যবহার করা যায় ৷ বগল থেকে আসা ঘামের দূর্গন্ধ দূর করতে বগলে কিছু পরিমান নারকেল তেল ম্যাসাজ করে লাগাতে হবে ৷ নারকেল তেল দেওয়ার ফলে এটি ঘাম শুষে নেয় ; যার ফলে বগল থেকে ঘামের দূর্গন্ধ আর পাওয়া যায়না ৷
ত্বকে তেলতেলে ভাব আনতে :
ত্বকে তেলতেলে ভাব আনার জন্য নারকেল তেল ব্যবহার করা যায় ৷ এজন্য লোশনের ব্যবহার না করে নারকেল তেল ব্যবহার করতে পারেন ৷ নারকেল তেলের উপকারিতা এর মধ্যে এটি সকলের জন্যই উপকারি ৷ ত্বকের জ্বালাপোড়া দূরীকরণে এর ব্যবহার ও করা যায় ৷
বয়সের ছাপ দূর করতে :
বয়সের ছাপ দূর করতে নারকেল তেল ব্যবহার করা যাবে ৷ যদি আপনি প্রতিদিন দুবার করে ত্বকে নারকেল তেল ম্যাসাজ করে লাগান তবে কিছুদিনের ভেতর আপনার শরীর থেকে বয়সের ছাপ দূর হয়ে যাবে ৷
চুলের রুক্ষভাব দুর :
নারকেল তেল চুলের রুক্ষতা দূরীকরণে জাদুর মতো কাজ করে ৷ নিয়মিত নারকেল তেল ব্যবহার করলে চুল চকচকে ও মসৃণ হয়ে যায় ৷ চুলপড়া প্রতিরোধক ও চুল নতুন গজানোর ওষুধ কিনুন আমাদের শপ থেকে!
খুশকি দূর করতে নারকেল তেল :
চুলের খুশকি দূর করতে চাইলে নারকেল তেল ও ক্যাস্টর অয়েল একসাথে নিয়ে গরম করতে হবে ৷ প্রতিদিন রাতে তেল গরম করে আঙ্গুলের মাথায় নিয়ে তা চুলে ভালো করে ম্যাসাজ করে নিন ৷ ম্যাসাজ করা হয়ে গেলে শুয়ে পড়ুন ৷ যে রাতে এভাবে তেল দিবেন তারপরের দিন গোসলের সময় শ্যাম্পু ব্যবহার করবেন ৷ এক সপ্তাহে সর্বোচ্চ তিনদিন এ পদ্ধতি অনুসরণ করুন ৷ এতে চলে যাবে খুশকি ৷
প্রিয় পাঠক ! নারকেল তেলের উপকারিতা নিয়ে লেখা এ আর্টিকেলটি আপনাদের কেমন লাগলে তা কমেন্ট করে জানাবেন ৷ আপনাদের মতামত, দিকনির্দেশনা আমাদের চলার পথকে আরও সুন্দর করবে ৷ আপনাদের থেকে শুনার অপেক্ষায় রইলাম ৷ ধন্যবাদ !
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com
>> লেখকঃ সৈয়দ শুভ্র