১ম ইনিংস:
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পেশাওয়ার জালমি অধিনায়ক শোয়েব মালিক। টস হেরে ব্যাটিং করতে নেমে কোয়েট্টা গ্ল্যাডিয়াটর্সের দুই ওপেনার আহসান আলি এবং উইল স্মিদ দলকে দারুণ একটা শুরু এনে দেন। প্রথম ওভার থেকেই চার ছক্কার ঝড় তুলেন কোয়াট্টার এই দুই ওপেনার।
পাওয়ার-প্লেতেই কোয়েট্টা সংগ্রহ করে বিনা উইকেটে ৬২ রান। উইল স্মিদ এবং আহসান আলি দুই ওপেনারই ফিফটি তুলে নেন এবং ১৫৫ রানের পার্টনারশিপ করে। উসমান কাদিরের ওভারে আহসান আলি ৪৬ বলে ৭৩ রান করে আউট হলেও, শতকের দিকে এগিয়ে যান উইল স্মিদ। কিন্তু, ইনিংসের শেষ বলে ৯৭(৬২) রানে আউট হলে আর শতক করা হয়নি তার এবং পেশাওয়ার জালমিকে ১৯১ রানের বিশাল টার্গেট দেয় কোয়েট্টা।
২য় ইনিংস:
১৯১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ভালোই শুরু করে দুই পেশাওয়ার ওপেনার ইয়াসির খান এবং টম কোহলের ক্যাডমোর। কিন্তু, মোহাম্মদ নাওয়াজের বলে ইয়াসির খান ১২ বলে ৩০ রান করে আউট হলে, মাঠে আর বেশিক্ষণ টিকে থাকতে পারেননি টম কোহলের ক্যাডমোর এবং হায়দার আলিও।
দ্বিতীয় এবং তৃতীয় ওভারের মাথায় এই দুই জনকে শিকার করেন মোহাম্মদ নাওয়াজ। এরপরই, ঘুরে দাঁড়াই পেশাওয়ার জালমি। শোয়েব মালিক এবং হুসেইন তালাত ৮১ রানের উপর ভর করে প্রায় লক্ষ্যের কাছাকাছি পৌঁছে যায় পেশাওয়ার। হুসেইন তালাত ২৯ বলে ৫১ রানের ঝড়ো ব্যাটিং করে আউট হলে, অধিনায়ক শোয়েব মালিকের ৩২ বলে ৪৮ রানের ক্যামিও ইনিংসের ফলে ১৯তম ওভারে ম্যাচের শেষ দুই বল হাতে রেখেই ১৯১ রানের বিশাল টার্গেট সংগ্রহ করে ম্যাচ জিতে নেয় পেশাওয়ার জালমি।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com
ম্যান অফ দ্যা ম্যাচ : উইল স্মিদ
স্কোর :
কোয়েট্টা গ্ল্যাডিয়াটর্স : ১৯০/৪ (২০ ওভার)
উইল স্মিদ ৯৭ (৬২) ; আহসান আলি ৭৩ (৪৬)
উসমাম কাদির ২/২০ (৪) ; সামিন গুল ২/৪১ (৪)
পেশাওয়ার জালমি : ১৯১/৫ (১৯.৪)
হুসেইন তালাত ৫২ (২৯) ; শোয়েব মালিক ৪৮* (৩২)
মোহাম্মদ নাওয়াজ ৩/৪৪ (৪) ; নাসিম শাহ ১/১৯ (৩.৪)