বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল ২০২২) এর দ্বিতীয় প্লে অফ এ আজকে বিকাল ৫টা ৩০ মিনিটে ঢাকার শেরে বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয় সাকিব আল হাসানের ফরচুন বরিশাল ও ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান’স। টসে জিতে বোলিং বেছে নেন কুমিল্লার অধিনায়ক ইমরুল।
ওপেনিং এ বরিশালের হয়ে নামেন উইন্ডিজ তারকা ক্রিজ গেইল ও বাংলাদেশি মুনিম শাহরিয়ার। দলীয় ৫৮ রানে নিজের ১৯ বলে ২২ রানের মাথায় শহিদুল ইসলামের বলে ইমরুলকে ক্যাচ দিয়ে গেইল আউট হন। দলীয় ৮৪ রানের মাথায় মুনিম শাহরিয়ার আউট হন ব্যক্তিগত ৩০ বলে ৪৪ রানের মাথায় তানভির ইসলামের বলে লেগ-বিফরে।
মুনিমের পরে নামা সাকিব আল হাসান রান আউট হন ২ বলে ১ রান যোগ করে দলীয় ৮৬ রানের মাথায়।দলীয় আর ২ রান যোগ হতেই আউট হন নাজমুল শান্ত। মইন আলির বলে মাহিদুল ইসলামকে ক্যাচ দিয়ে ঘরে ফেরেন মাত্র ১২ বলে ১৩ রান করে।
৮৮ রানে টপ অর্ডারের ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে পরে যায় বরিশাল। পরবর্তিতে নিয়মিত বিরতিতে উইকেট যায় বরিশালের। সাকিবের পরে নামা তৌহিদ হ্রদয় আউট হন দলীয় ৯৫ রানে ৩ বলে ১ রান করে। হ্রদয়কে ফেরান মইন আলি সুনিল নারিনের হাতে তালুবন্দির মাধ্যমে। শহিদুল ইসলামের বলে বোল্ড হওয়া ডুয়াইন ব্রাভো করেন ২১ বলে ১৭ রান।
শহিদুলের বলে ক্যাচ দেয়া উইকেট কিপার নুরুল হাসান সোহান করেন ১৩ বলে ১১ রান। অবশেষে ফরচুন বরিশালের স্কোর দাঁড়ায় ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান। কুমিল্লার বোলিং এ ধার দেখান শহিদুল ইসলাম ৩ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নিয়ে। মইন আলি ২৩ রানে নেন ২ উইকেট। নারিন ও তানভির নেন একটি করে উইকেট।
ফরচুন বরিশালের দেয়া ১৪৪ রানের টার্গেটে ওপেনিং এ নামে কুমিল্লা ভিক্টোরিয়ান’সের বাংলাদেশ জাতীয় দলের ওপেনার লিটন দাস ও বাংলাদেশি তরুণ ক্রিকেটার মাহামুদুল হাসান জয়। ১৪৪ রানের টার্গেটে খেলতে নেমে কুমিল্লার সূচনাটা ভালোই করেন লিটন ও জয়। দলীয় ৬২ রানে মেহেদি হাসান রানার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন জয়।
ক্রিকেটের আরও খবর…
ব্যক্তিগত ৩০ বলে ২০ রানের মাথায় আউট হন তিনি। জয়ের পরে নামা অধিনায়ক ইমরুল কায়েস আউট হন ইনিংসে আর ৫ রান যোগ হতেই ব্যক্তিগত ৫ বলে ৫ রানের মাথায় শফিকুল ইসলামের বলে গেইলকে ক্যাচ দিয়ে। একই ওভারে দলীয় ৬৮ রানে আউট হন লিটন দাস ৩৫ বলে ৩৮ রান করে।
ইমরুলের পরে নামা ফাফ ডু প্লেসিস, লিটন আউট হলে নামা মইন আলিকে সাথে নিয়ে জুটি গড়েন ৩৬ রানের। দলীয় ১০৪ রানের মাথায় মইন আলিকে বোল্ড করেন ব্রাভো। আউটের আগে মইন করেন ১৫ বলে ২২ রান। আর দলীয় ১২৪ রানের মাথায় হ্রদয়কে ক্যাচ দিয়ে ডু প্লেসিসকে ফেরান মেহেদি রানা। ডু প্লেসিস সংগ্রহ করেন ১৫ বলে ২১ রান।
দলীয় ১২৬ রানের মাথায় ইনিংসের ১৯.১ ওভারে মাহিদুল ইসলামকে স্ট্যাম্পিং করেন সোহান। মুজিব উর রহমানের বলে আউট হওয়ার আগে মাহিদুল করেন ২ বলে ১ রান। দলীয় ১৩৩ রানে সুনিল নারিন আউট হন মুজিবের বলে উইকেট কিপার সোহানকে ক্যাচ দিয়ে। ততক্ষণে ম্যাচ বরিশালের হয়ে গিয়েছে। শেষ ওভারে কুমিল্লার লাগতো ১৮ রান। ইনিংস শেষে অপরাজিত থাকেন নাহিদুল ১ রানে।
কুমিল্লা ভিক্টোরিয়ান’সের ইনিংস থামে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৩ রানে। বরিশালের বোলিং এ ৫.০০ ইকোনমি রেটে ৩ ওভার বল করে মেহেদি রানা ১৫ রান দিয়ে পান ২ উইকেট। মুজিব উর রহমান ও শফিকুল ইসলাম যথাক্রমে ৩৩ ও ১৬ রান দিয়ে নেন ২ টি উইকেট। এছাড়াও ব্রাভো নেন ১ টি উইকেট।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন হেলদি-স্পোর্টস শপ থেকে- https://shop.healthd-sports.com
সংক্ষিপ্ত স্কোরঃ
ফরচুন বরিশালঃ ১৪৩-৮ (২০)
মুনিম ৪৪(৩০), গেইল ২২(১৯), নাজমুল শান্ত ১৩(১২), সাকিব ১(২), জিয়াউর ১৭(১২), হ্রদয় ১(৩), ব্রাভো ১৭(২১), নুরুল ১১(১৩)
নাহিদুল ১-০-১৬-০, মুস্তাফিজ ৪-০-২৮-০,সুনিল ৪-০-১৬-১, তানভির ৪-০-৩৩-১, মইন ৪-০-২৩-২, শহিদুল ৩-০-২৫-৩।
কুমিল্লা ভিক্টোরিয়ান’সঃ ১৩৩-৭ (২০)
লিটন ৩৮(৩৫), জয় ২০(৩০), ইমরুল ৫(৫), ডু প্লেসিস ২১(১৫), মইন ২২(১৫), সুনিল ১৭(১৬), মাহিদুল ১(২), নাহিদুল*১(১)
মুজিব ৪-০-৩৩-২, শফিকুল ৪-০-১৬-২, সাকিব ৪-০-২৭-০, ব্রাভো ৪-০-২৬-১, মেহেদি রানা ৩-০-১৫-২, নাজমুল শান্ত ১-০-১৩-০।
ফলাফলঃ ফরচুন বরিশাল ১০ রানে জয়ী।
ম্যাচসেরাঃ মেহেদি হাসান রানা।