বাংলাদেশ প্রিমিয়ার লীগের (১১তম ম্যাচ) ফেজ ২ এর চট্টগ্রাম পর্বের আজকের ম্যাচে মুখোমুখি হয়েছিল ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স। চট্টগ্রামের জহুর আহম্মেদ স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং বেছে নেন খুলনা টাইগার্সের অধিনায়ক মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। বরিশালের ব্যাটিং অর্ডারে আমুল পরিবর্তন শেষে ইউনিভার্স বস ওপেনিং এ নামেন জ্যাক লিনটটের সাথে জুটি করে।
মোহাম্মদ শরিফুল্লাহর বলে বোল্ড হয়ে ৬ বলে ১১ রান করে সাজঘরে ফেরেন লিনটট। তিনে নেমে জিয়াউর করেন ১৩ বলে ১০ রান। চারে নুরুল হাসান সোহান নামার পর ভালো খেলতে থাকা গেইল সেকুগে প্রসন্নর বলে সৌম্যের তালু বন্দি হওয়ার আগে নিজের পাশে যোগ করেন ৬টি চার ও ২ ছক্কায় করা ৩৪ বলে ৪৫ রানের শোভনীয় এক ইনিংস।
অতঃপর পাঁচে নামেন টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হাসান শান্ত। ব্যাক্তিগত ১১ বলে ৬ রানে সোহান আউট হলে ব্যাটে নামেন তৌহিদ হৃদয়। হৃদয় ও নাজমুল জুটি গড়েন ৩৫ রানের। ২১ বলে ২৩ রান করে তৌহিদ হৃদয় আউট হলে ক্রিজে আসেন সাকিব আল হাসান।
মারমুখি ভঙ্গিতে খেলতে থাকা সাকিব আউট হন থিসারা পেরেরার বলে ৬ বলে ৯ রানের মাথায়। ১৫ বলে ১৯ রান করা শান্তকেও সাজঘরে ফেরান পেরেরা। হৃদয়ের পর ফরহাদ রেজার ২য় শিকার হন ৪ বলে ২ রান করা ইরফান শুক্কুর। সবশেষে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে খুলনার সংগ্রহ ১৪১ রান। ৪ ওভার বোলিং এ থিসারা পেরেরা নেন ১৮ রানের বিনিময়ে ২ উইকেট।
একই রান খরচায় শেখ মেহেদি নেন ১ উইকেট আর ২ ওভার বল করে ১৮ রান দিয়ে ফরহাদ রেজা নেন ২ উইকেট।কামরুল ইসলাম নেন ৩০ রানের বিনিময়ে ২ উইকেট।
বিপিএল এর আরও খবর…
জবাবে ১৪২ রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই ওপেনার আন্দ্রে ফ্লেচার ও সৌম্য সরকারকে আউট করে দেন মুজিব উর রহমান। দ্বিতীয় উইকেটে ৩৬ বলে ৩১ রানের জুটি গড়েন রনি তালুকদার ও শেখ মেহেদী হাসান। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম অধিনায়ক হিসেবে দেড়শ উইকেট শিকারের রেকর্ড গড়েন সাকিব আল হাসান শেখ মেহেদিকে আউট করে।
মেহেদীর বিদায়ের পরের ওভারেই বিতর্কিত আউটে সাজঘরে ফেরেন ১৫ বলে ১৪ রান করা রনি। ৪র্থ উইকেটে মুশফিকুর রহিম ও ইয়াসির আলি রাব্বি ৪৬ রানের জুটি গড়ে খুলনাকে লড়াইয়ে রাখেন। ২০ বলে ২৩ রান করে ইয়াসির বোল্ড হন মেহেদী হাসান রানার বলে। ৮৬ রানে ৪ উইকেট হারায় খুলনা।
উনেমেই ছোট্ট ঝড় তুলে ফেলা থিসারা পেরেরা বিদায় নেন ১ চার ২ ছক্কায় ৯ বলে ১৯ রান করে। মুশফিকের সাথে জুটিতে যোগ করেন ১২ বলে ২২ রান। ১৯তম ওভারের মেহেদী হাসান রানার প্রথম বলেই মুশফিকের ক্যাচ মিস করে বরিশাল।
তবে রানার ওই ওভারেই ফরহাদ রেজা, শরিফউল্লাহ ও মুশফিকের উইকেট শিকার করে ১৭ রানে ম্যাচ জিতে নেয় বরিশাল। খুলনা অল-আউট হয় ১২৪ রানে। ৩৬ বলে ৪০ রান করেন খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম।
সংক্ষিপ্ত স্কোরঃ
ফরচুন বরিশালঃ ১৪১-৯ (২০)
ক্রিস গেইল ৪৫ (৩৪), তৌহিদ হৃদয় ২৩ (২১), নাজমুল হাসান শান্ত ১৯ (১৫)
থিসারা পেরেরা ৪-০-১৮-২, ফরহাদ রেজা ২-০-১৮-২, কামরুল ইসলাম ৪-০-৩০-২
খুলনা টাইগার্সঃ ১২৪-১০ (১৯)
মুশফিকুর রহিম ৪০ (৩৬), ইয়াসির রাব্বি ২৩ (২০), থিসারা পেরেরা ১৯ (৯)
মেহেদি হাসান রানা ৩-০-১৭-৪, জ্যাক লিনটট ৩-০-১৯-২, মুজিব উর রহমান ৪-০-২২-২
ফলাফলঃ ফরচুন বরিশাল ১৭ রানে জয়ী।
ম্যাচ সেরাঃ মেহেদি হাসান রানা