Bangladesh vs England

বাংলাদেশ বনাম ইংল্যান্ড ~ Test ODI T20 পরিসংখ্যান ~ সর্বশেষ খবর

ক্রিকেট বিশ্বে সবচেয়ে পুরনো দল ইংল্যান্ড এবং সকল টিমকে ডমিনেট করে এখনো প্রথম দিকেই আছে। বাংলাদেশ ও ইংল্যান্ড বেশ কয়েকবার মুখোমুখি হয়েছে। বাংলাদেশ বনাম ইংল্যান্ডের সকল ফরম্যাটে জয় ও পরাজয়ের পরিসংখ্যান – 

ফরম্যাট মোট ম্যাচবাংলাদেশের জয়বাংলাদেশের জয়ের হার (%)ইংল্যান্ডের জয়ইংল্যান্ডের জয়ের হার (%)
টি টুয়েন্টি৭৫%২৫%
ওয়ানডে২৪২০. ৮৩%১৯৭৯.১৭
টেস্ট ১০১০%৯০%

টি টুয়েন্টি পরিসংখ্যানে বাংলাদেশ বনাম ইংল্যান্ড – T20 Stats Bangladesh vs England 

বাংলাদেশ ও ইংল্যান্ড টি টুয়েন্টিতে সর্বমোট মুখোমুখি হয়েছে ৪ বার। এরমধ্যে তিনটি ম্যাচই জিতেছে বাংলাদেশ। বাংলাদেশের জয়ের হার ৭৫%। অপরদিকে ইংল্যান্ড জয় পেয়েছে একটি ম্যাচে। তাদের জয়ের হার ২৫%। বাংলাদেশ ও ইংল্যান্ড টি টুয়েন্টিতে সর্বশেষ মুখোমুখি হয় ১৪ মার্চ, ২০২৩ যা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

মোট ম্যাচ
বাংলাদেশের জয়
ইংল্যান্ডের জয় 
বাংলাদেশের জয়ের হার (%)৭৫%
ইংল্যান্ডের জয়ের হার (%)২৫%
ড্র
ড্রয়ের হার (%)০.০০%
হোম গ্রাউন্ডে জয় ( বাংলাদেশ – ইংল্যান্ড ) ০৩ – ০১
এওয়ে গ্রাউন্ডে জয় ( বাংলাদেশ – ইংল্যান্ড ) ০০ – ০০
নিউট্রাল গ্রাউন্ডে জয় ( বাংলাদেশ – ইংল্যান্ড ) ০০ – ০১
শেষ ম্যাচ১৪ মার্চ, ২০২৩

ওয়ানডে পরিসংখ্যানে বাংলাদেশ বনাম ইংল্যান্ড – ODI Stats Bangadesh vs England 

বাংলাদেশ ও ইংল্যান্ড ওয়ানডে ফরম্যাটে এই পর্যন্ত মুখোমুখি হয়েছে মোট ২৪ বার। টি টুয়েন্টিতে একটু এগিয়ে থাকলেও ওয়ানডে ফরম্যাটে পিছিয়ে আছে অনেকটাই। ২৪ ম্যাচে মাত্র ৫ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের জয়ের হার ২০. ৮৩%। অপরদিকে ২৪ ম্যাচে ১৯ টাতেই জয় পেয়েছে ইংল্যান্ড। ইংল্যান্ডের জয়ের হার ৭৯.১৭%। বাংলাদেশ ও ইংল্যান্ড ওয়ানডে ফরম্যাটে সর্বশেষ মুখোমুখি হয় ৬ মার্চ, ২০২৩ এ চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে। 

মোট ম্যাচ ২৪
বাংলাদেশের জয়
ইংল্যান্ডের জয় ১৯
বাংলাদেশের জয়ের হার (%)২০. ৮৩%
ইংল্যান্ডের জয়ের হার (%)৭৯.১৭%
ড্র
ড্রয়ের হার (%)০.০০%
হোম গ্রাউন্ডে জয় ( বাংলাদেশ – ইংল্যান্ড ) ০৩ – ০৭
এওয়ে গ্রাউন্ডে জয় ( বাংলাদেশ – ইংল্যান্ড ) ০১ – ১০
নিউট্রাল গ্রাউন্ডে জয় ( বাংলাদেশ – ইংল্যান্ড ) ০১ – ০২
শেষ ম্যাচ৬ মার্চ, ২০২৩

টেস্ট পরিসংখ্যানে বাংলাদেশ বনাম ইংল্যান্ড – Test Stats Bangladesh vs England 

টেস্ট ফরম্যাটে বাংলাদেশ ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে মোট ১০ বার। এরমধ্যে ৯ বারই জয় পেয়েছে ইংল্যান্ড। তাদের জয়ের হার ৯০%। অপরদিকে মাত্র ১ বার জয় পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের জয়ের হার ১০%। তবে সম্প্রতি টেস্টে বাংলাদেশ ও ইংল্যান্ড মুখোমুখি হয়নি। টেস্টে তাদের সর্বশেষ দেখা হয়েছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২৮ অক্টোবর, ২০১৬। সর্বশেষ ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ।

মোট ম্যাচ১০
বাংলাদেশের জয়০১
ইংল্যান্ডের জয় ০৯
বাংলাদেশের জয়ের হার (%)১০%
ইংল্যান্ডের জয়ের হার (%)৯০%
ড্র
ড্রয়ের হার (%)০.০০%
হোম গ্রাউন্ডে জয় ( বাংলাদেশ – ইংল্যান্ড )০১ – ০৪
এওয়ে গ্রাউন্ডে জয় ( বাংলাদেশ – ইংল্যান্ড ) ০০ – ০৫
নিউট্রাল গ্রাউন্ডে জয় ( বাংলাদেশ – ইংল্যান্ড ) ০০ – ০০
শেষ ম্যাচ২৮ – ৩০ অক্টোবর, ২০১৬

পরবর্তী ম্যাচের পর্যালোচনা 

টি টুয়েন্টিতে পরিসংখ্যানের দিক দিয়ে বেশ এগিয়ে আছে বাংলাদেশ। ওয়ানডে ও টেস্টে তেমন সুবিধা করতে না পারলেও দ্রুতই উন্নতি করছে। সর্বশেষ টি টুয়েন্টি সিরিজে ৩ – ০ ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। সবর্শেষ ওয়ানডে সিরিজে ২ – ১ ব্যবধানে হেরেছে। সিরিজ হারলেও বেশ ভালো করেছে ব্যাটিং ও বোলিং উভয়তেই। তাই পরবর্তী ম্যাচ নিয়ে আশা রাখাই যায়।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ বনাম ইংল্যান্ড – ODI World Cup 2023 Bangladesh vs England 

ওয়ানডে পরিসংখ্যানে বেশ অনেকটাই পিছিয়ে আছে বাংলাদেশ। সর্বশেষ সিরিজেও পরাজয় হয়েছে। সিরিজ হারলেও শেষ ম্যাচে টাইগাররা তাদের মূল রূপ দেখিয়েছে। এর মধ্যে বাংলাদেশ আরও উন্নতি করেছে। দলে পরিবর্তন এসেছে। তরুণ প্রতিভাবান ক্রিকেটাররা সুযোগ পাচ্ছে নিয়মিত। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ও ইংল্যান্ড মুখোমুখি হলে বাংলাদেশের জয়ের সম্ভাবনা ভালোই থাকবে।

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ~ Test ODI T20 পরিসংখ্যান ~ সর্বশেষ খবর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top