এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের ক্রিকেট রাইভারি বেশ পুরানো। তিন ফরম্যাটেই অনেকবার মুখোমুখি হয়েছে দুই দল। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার সকল ফরম্যাটে জয় ও পরাজয়ের পরিসংখ্যান –
ফরম্যাট | মোট ম্যাচ | বাংলাদেশের জয় | বাংলাদেশের জয়ের হার (%) | শ্রীলঙ্কার জয় | শ্রীলঙ্কার জয়ের হার (%) |
টু টুয়েন্টি | ১৩ | ০৪ | ৩০. ৭৮ | ০৯ | ৬৯.২২ |
ওয়ানডে | ৫১ | ০৯ | ১৮.৩৬ | ৪০ | ৮১.৬৪ |
টেস্ট | ২৪ | ০১ | ৪.১৬ | ১৮ | ৭৫ |
Table of Contents
টি টুয়েন্টি পরিসংখ্যানে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা – T20 Stats Bangladesh vs Sri Lanka
টি টুয়েন্টিতে খুব বেশি দেখা হয়নি বাংলাদেশ ও শ্রীলঙ্কার। মাত্র ১৩ বার মুখোমুখি হয়েছে দু’দল। এর মধ্যে মাত্র ৪ বার জয় পেয়েছে টাইগাররা। তাদের জয়ের হার ৩০.৭৮%। অপরদিকে ১৩ ম্যাচে ৯ বার জয় পেয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার জয়ের হার ৬৯.২২%। টি টুয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সর্বশেষ দেখা হয় ১ সেপ্টেম্বর, ২০২২ এশিয়া কাপের গ্রুপ স্টেজে। সেই ম্যাচে ২ উইকেটে জয় পায় শ্রীলঙ্কা।
মোট ম্যাচ | ১৩ |
বাংলাদেশের জয় | ০৪ |
শ্রীলঙ্কার জয় | ০৯ |
বাংলাদেশের জয়ের হার (%) | ৩০.৭৮ |
শ্রীলঙ্কার জয়ের হার (%) | ৬৯.২২ |
ড্র | ০০ |
ড্রয়ের হার (%) | ০০ |
হোম গ্রাউন্ডে জয় (বাংলাদেশ – শ্রীলঙ্কা) | ০১ – ০২ |
এওয়ে গ্রাউন্ডে জয় (বাংলাদেশ – শ্রীলঙ্কা) | ০৩ – ০৪ |
নিউট্রাল গ্রাউন্ডে জয় (বাংলাদেশ – শ্রীলঙ্কা) | ০০ – ০৩ |
শেষ ম্যাচ | ০১ সেপ্টেম্বর, ২০২২। এশিয়া কাপ |
ওয়ানডে পরিসংখ্যানে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা – ODI Stats Bangladesh vs Sri Lanka
বাংলাদেশ ও শ্রীলঙ্কা ওয়ানডে ফরম্যাটে এই পর্যন্ত মুখোমুখি হয়েছে মোট ৫১ বার। এর মধ্যে দু’টি ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। ওয়ানডে ফরম্যাটেও আশানুরূপ জয় পায়নি টাইগাররা। ৫১ ম্যাচে জয় পেয়েছে মাত্র ৯ ম্যাচে। বাংলাদেশের জয়ের হার ১৮.৩৬%। অপরদিকে ৪০ ম্যাচে জয় পেয়েছে শ্রীলঙ্কা। তাদের জয়ের হার ৮১.৬৪%। বাংলাদেশ ও শ্রীলঙ্কার সর্বশেষ দেখা হয় ২৮ মে, ২০২১ বাংলাদেশের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। শেষ ম্যাচে পরাজয় থাকলে সিরিজটি ২ – ১ ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ।
মোট ম্যাচ | ৫১ |
বাংলাদেশের জয় | ০৯ |
শ্রীলঙ্কার জয় | ৪০ |
বাংলাদেশের জয়ের হার (%) | ১৮.৩৬ |
শ্রীলঙ্কার জয়ের হার (%) | ৮১.৬৪ |
ড্র | ০০ |
ড্রয়ের হার (%) | ০০ |
হোম গ্রাউন্ডে জয় (বাংলাদেশ – শ্রীলঙ্কা) | ০৬ – ১৮ |
এওয়ে গ্রাউন্ডে জয় (বাংলাদেশ – শ্রীলঙ্কা) | ০২ – ১৪ |
নিউট্রাল গ্রাউন্ডে জয় (বাংলাদেশ – শ্রীলঙ্কা) | ০১ – ০৮ |
শেষ ম্যাচ | ২৮ মে, ২০২১ |
টেস্ট পরিসংখ্যানে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা – Test Stats Bangladesh vs Sri Lanka
বাংলাদেশ ও শ্রীলঙ্কা টেস্ট ফরম্যাটে মুখোমুখি হয়েছে ২৪ বার। অন্যান্য ফরম্যাটে হালকা সফলতা থাকলেও টেস্টে সম্পূর্ণ ডমিনেট করেছে শ্রীলঙ্কা। ২৪ ম্যাচের মাত্র ১ টি তে জয় পেয়েছে বাংলাদেশ। জয়ের হার মাত্র ৪.১৬%। অপরদিকে ২৪ ম্যাচে শ্রীলঙ্কা জয় পেয়েছে ১৮ টি ম্যাচে। শ্রীলঙ্কার জয়ের হার ৭৫%। বাকি ৫ ম্যাচ ড্র হয়েছে। ড্রয়ের হার ২০.৮৪%। ২০২২ সালের ২৩ মে সর্বশেষ টেস্টে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। উক্ত ম্যাচে ১০ উইকেটে বিশাল জয় পায় শ্রীলঙ্কা।
মোট ম্যাচ | ২৪ |
বাংলাদেশের জয় | ০১ |
শ্রীলঙ্কার জয় | ১৮ |
বাংলাদেশের জয়ের হার (%) | ৪.১৬ |
শ্রীলঙ্কার জয়ের হার (%) | ৭৫ |
ড্র | ০৫ |
ড্রয়ের হার (%) | ২০. ৮৪ |
হোম গ্রাউন্ডে জয় (বাংলাদেশ – শ্রীলঙ্কা) | ০০ – ১১ |
এওয়ে গ্রাউন্ডে জয় (বাংলাদেশ – শ্রীলঙ্কা) | ০১ – ০৭ |
নিউট্রাল গ্রাউন্ডে জয় (বাংলাদেশ – শ্রীলঙ্কা) | ০০ – ০০ |
শেষ ম্যাচ | ২৩ – ২৭ মে, ২০২২ |
পরবর্তী ম্যাচের পর্যালোচনা
প্রতিটি ফরম্যাটেই বাংলাদেশ উন্নতি করেছে আগের তুলনায় এবং এখনো করছে। টি টুয়েন্টি ফরম্যাটে অনেক পরিবর্তন এসেছে এবং কয়েকটি টি টুয়েন্টি সিরিজও জিতেছে। টেস্টেও বেশ ভালো করছে এখন। টেস্টে আয়ারল্যান্ড কোনপ্রকার পাত্তা পায়নি। ওয়ানডেতে আগের তুলনায় অনেক শক্তিশালী সেটা বলার আর অপেক্ষা রাখেনা।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা – ODI World Cup 2023 Bangladesh vs Sri Lanka
ওয়ানডে পরিসংখ্যানে বেশ অনেকটা পিছিয়ে আছে বাংলাদেশ। তবে বর্তমানে দু’টি দলেই অনেক পরিবর্তন হয়েছে। টাইগারদের আত্নবিশ্বাসও এখন অনেক বেশি। তাছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজে জয় পেয়েছে বাংলাদেশ। তাইলে পরিসংখ্যানের দিক দিয়ে অনেক পিছিয়ে থাকলেও ২০২৩ ওয়ার্ল্ডকাপে যদি বাংলাদেশ ও শ্রীলঙ্কা মুখোমুখি হয় তাহলে বাংলাদেশ মোটামুটি এগিয়ে থাকবে।