বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর চলছে। লিগ পর্বের শেষ ও ৩০তম ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইগার্স।
মিরপুরে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে শুরুটা ভালো হয়না কুমিল্লার। দলীয় মাত্র ৩১ রানেই হারিয়ে ফেলে দুই উইকেট। পারভেজ হোসেন ইমন ও মুমিনুল হক দুজনেই ৭ রান করে আউট হলে মাঠে নামেন ভারপ্রাপ্ত অধিনায়ক ফাফ ডু প্লেসি।
মাহমুদুল হাসান জয়কে সাথে নিয়ে দলকে টানতে থাকেন ডু প্লেসি। দুজনে মিলে ৪৯ রানের পার্টনারশিপ করেন। ২৭ বল খেলে ৩১ রান করে বিদায় নেয় জয়। তখন একটাই দলকে টানতে থাকেন ডু প্লেসি। মঈন আলীও মাত্র ৮ রান করে সাজঘরে ফিরেন।
৫২ বলে ১২ টি চার ও ৩ টি ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন ডু প্লেসি। তবে সেঞ্চুরি করেই বিদায় নিতে হয় তাকে। ৫৪ বলে ১০১ রান করে বিদায় নেয় ডু প্লেসি।
ক্রিকেটের আরও খবর…
শেষ পর্যন্ত ডু প্লেসিস শতকে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে কুমিল্লা সংগ্রহ করে ১৮২ রান। ১১ বলে ২০ রান করে অপরাজিত ছিলেন কুমিল্লা।
১৮৩ রানের টার্গেটে খেলতে নামে খুলনা। বড় লক্ষ্য দেখে প্রথমেই মারকুটে ব্যাটিং শুরু করেন আন্দ্রে ফ্লেচার ও মেহেদী হাসান মিরাজ। দুজনেই হাফ সেঞ্চুরি করেন। ৯.১ বলেই দলীয় শতক পূর্ণ করে খুলনা।
জিততে যখন প্রয়োজন এক রান তখন মঈন আলীর বলে হাঁকাতে গিয়ে সাজঘরে ফিরে মেহেদী। সাজঘরে ফেরার আগে ৪৯ বলে ৬ টি চার ও ৪ টি ছক্কায় ৭৪ রানের ঝড়ো ইনিংস খেলেন। ৬২ বলে ১০১ রান করে অপরাজিত ছিলেন ফ্লেচার। তার ঝুলিতে ছিল ৬ টি করে চার-ছক্কা।
মাত্র ১ উইকেট হারিয়ে ১৮.৪ বলে জয় তুলে নেয় খুলনা। এই জয়ের মাধ্যমে প্লে অফ নিশ্চিত করে খুলনা টাইগার্স। খুলনা জেতায় প্লে অফ থেকে বাদ পড়ে মিনিস্টার ঢাকা।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন হেলদি-স্পোর্টস শপ থেকে- https://shop.healthd-sports.com
সংক্ষিপ্ত স্কোর
টস – কুমিল্লা ভিক্টোরিয়ান্স
কুমিল্লা ভিক্টোরিয়ান্স – ১৮২/৫ (২০)
ডু প্লেসি ১০১ (৫৪), জয় ৩১ (২৭), অঙ্কন* ২০ (১১)
মেহেদী ১/২৯
খুলনা টাইগার্স – ১৮৩/১ (১৮.৪)
ফ্লেচার* ১০১ (৬২), মেহেদী ৭৪ (৪৯), সৌম্য* ১ (১)
মঈন ১/১৩
ফলাফল – খুলনা টাইগার্স ৯ উইকেটে জয়ী
ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন আন্দ্রে ফ্লেচার।