লা লিগায়

লা লিগায় নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে বড় দুই দল বার্সেলোনা ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ!

বার্সেলোনা বনাম রিয়াল ভায়াদোলিদ: লা লিগায় নিজেদের তৃতীয় ম্যাচে গতকাল রাতে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে মাঠে নামে বার্সেলোনা।

এই ম্যাচের মধ্যে দিয়েই লা লিগায় বার্সেলোনার হয়ে অভিষেক হয় জুলস কুন্ডের। তার সাথে ডিফেন্সে জাভির একাদশে ছিলেন তরুণ এলেক্স বাল্দে। আগের ম্যাচে রিয়াল সোসিয়াদাদের বিপক্ষের ৪-০ গোলের জয়ে ফুরফুরে মেজাজে ছিল জাভি শিষ্যরা। 

ভায়াদোলিদের বিপক্ষে ম্যাচ শুরুর ২৪ মিনিটেই রাফিনহার এ্যাসিস্টে গোল করেন রবার্ট লেওয়ানডস্কি। এরপর হাফ টাইমের কিছু আগে উসমান ডেম্বেলের এ্যাসিস্টে ভায়াদোলিদের জালে বল জড়ান পেদ্রি। হাফ টাইমে স্কোরলাইন হয়: বার্সেলোনা ২-০ রিয়াল ভায়াদোলিদ।

২য় হাফেও নিজেদের স্বাভাবিক খেলা খেলতে থাকে বার্সেলোনা। যার ফলে ৬৪ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলের দেখা পান রবার্ট লেওয়ানডস্কি। এই গোলের এ্যাসিস্টও ছিল উসমান ডেম্বেলের। 

অন্যদিকে, ২য় হাফেও কোনো গোলের দেখা পায়নি ভায়াদোলিদ। শেষ মুহূর্তে এসে রোনাল্ড আারউহোর পরিবর্তে মাঠে নামা সার্জিও রবার্টো একটি গোল করলে লা লিগায় পরপর দ্বিতীয় ম্যাচে ৪ গোলের বড় জয় পায় বার্সেলোনা। এ জয়ে লা লিগায় টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে বার্সেলোনা যেখানে ভায়াদোলিদের অবস্থান রেলিগেশন জোনে।

এস্পানওল বনাম রিয়াল মাদ্রিদ : বাংলাদেশ সময় রাত দুইটায় নিজেদের তৃতীয় ম্যাচে এস্পানওলের ঘরের মাঠে এস্পানওলের মুখোমুখি হয় লিগের বর্তমান শিরোপা জয়ী রিয়াল মাদ্রিদ। কার্লো আনচেলত্তি তার পূর্ণ শক্তির দলই নামান এই ম্যাচে।

ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ায় তার জায়গায় ম্যাচে খেলানো হয় দলের নতুন সাইনিং অরলিয়েন শোয়ামেনিকে। খেলা শুরু হওয়ার পর থেকেই ম্যাচে আধিপত্য বিস্তার করতে থাকে মাদ্রিদিস্তারা। 

ম্যাচ শুরুর ১২ মিনিটের মাথায় শোয়ামেনির এ্যাসিস্টে জালে বল জড়ান ভিনিসিয়াস জুনিয়র। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই এস্পানওলকে সমতায় এনে দেন দলের স্ট্রাইকার হোসেলু। দ্বিতীয়ার্ধের শেষ পর্যন্ত আর কোনো গোলের দেখা পায়নি দুই দলই।

কিন্তু, ৮৮ মিনিটে রদ্রিগোর এ্যাসিস্টে করিম বেনজেমা গোল করে দলকে ২-১ এ এগিয়ে নিয়ে যান। ম্যাচের এক্সট্রা সময়ের ৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এস্পানওল গোলকিপার বেঞ্জামিন লেকোমতে। 

তারপর, বাঁশি বাজার ঠিক আগ মূহুর্তে এসে বেনজামা আরও একটি গোল করলে ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। এই জয়ের মধ্যে দিয়ে লা-লিগায় নিজেদের শীর্ষ স্থান ধরে রেখেছে মাদ্রিদিস্তারা।

সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন হেলদি-স্পোর্টস শপ থেকে- https://shop.healthd-sports.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top