অ্যান্টিগার কুলিডজ ক্রিকেট গ্রাউন্ড মাঠে ৪ জানুয়ারি বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মুখোমুখি হয় আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আফগানিস্তানের অধিনায়ক সুলিমান সাফি।
১ম ইনিংস:
আফগানিস্তানের হয়ে ওপেনিং করেন নানগেয়ালিয়া খাহরোতে ও মোহাম্মদ ইশাক। প্রথম ৩ ওভার দেখে শুনে ভালো মতোই খেলেন এই দুই ব্যাটসম্যান। কিন্তু ইনিংসের চতুর্থ ওভারে নানগেয়ালিয়া খাহরোত ও আলাহ নূরের, টানা ২ উইকেট শিকার করে নেন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার উইলিয়াম সালজমান।
এরপর ক্রিসে আসেন ক্যাপ্টেন সুলিমান সাফি। মোহাম্মদ ইশাকের সাথে জুটি করে তিনি আফগানিস্তানের রানের চাকা সচল রাখেন। কিন্তু, ২৩তম ওভারে মোহাম্মদ ইশাক ৩৪ রান করে সাজ ঘরে ফিরলে তাদের দুইজনের ৭০ রানের জুটি ভাঙ্গে। ২৫ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটের বিনিময়ে ৮৯ রান।
এরপর ইজাজ আহমেদজাই এর ৭৯ বলে ৮১ রানের দুর্দান্ত ইনিংসে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২০১ রান তুলে আফগান যুবারা। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট করে শিকার করেন নিভেতান রাধাকৃষ্ণন ও উইলিয়াম সালজমান।
২য় ইনিংস:
২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু করে অস্ট্রেলিয়া। প্রথম ১১ ওভার শেষে ৪৯ রান যোগ করেন দুই ওপেনার ক্যাম্পবেল কেল্লাওয়ে এবং তেগুই উইল্লি। কিন্তু ১২তম ওভারে তুগুই উইল্লিকে আউট করেন নানগেয়ালিয়া খাহরোতে। এরপর মাঠে নামেন নিভেতান রাধাকৃষ্ণন। কেল্লাওয়ের সাথে তিনি ভালোভাবে দেখে শুনে খেলতে শুরু করেন।
তারা দুইজনই অস্ট্রেলিয়াকে সহজ জয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন। পরে, ২৭তম ওভারে নূর আহমেদের বলে ক্যাম্পবেল কেল্লাওয়ে আউট হন। এরপরই ঘটে বিপত্তি। ৪০তম ওভারের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করে অস্ট্রেলিয়ান যুবারা। তারপরও ম্যাচে জয়ের দেখা পায় অস্ট্রেলিয়া। শেষ ওভারের প্রথম বলে এসে অস্ট্রেলিয়ার হয়ে জয় নিশ্চিত করেন গার্নার।
অস্ট্রেলিয়ার হয়ে ৬৬ রান নেন নিভেতান রাধাকৃষ্ণন। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন নানগেয়ালিয়া খাহরোতে। অসাধারণ ব্যাটিং ও বোলিং পার্ফম্যান্সের জন্য ম্যাচ সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার নিভেতান রাধাকৃষ্ণন।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন হেলদি-স্পোর্টস শপ থেকে- https://shop.healthd-sports.com
স্কোর:
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ – ২০১/১০ (৪৯.২ ওভার)
ইজাজ আহমেদজাই ৮১(৭৯), সুলিমান সাফি ৩৭(৭০)
নিভেতান রাধাকৃষ্ণন ৩/৩১ (১০ ওভার), উইলিয়াম সালজমান ৩/৪৩ (১০ ওভার)
অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ – ২০২/০৮ (৪৯.১ ওভার)
নিভেতান রাধাকৃষ্ণন ৬৬(৯৬), ক্যাম্পবেল কেল্লাওয়ে ৫১(৮২)
নানগেয়ালিয়া খাহরোতে ৩/৩৫ (৯.১ ওভার), নূর আহমেদ ২/৪৩ (১০ ওভার)