১ম ইনিংস:
করাচি কিংস বনাম মুলতান সুলতান্সের ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠলো পিএসএলের সপ্তম আসরের। আসরের প্রথম ম্যাচেই জয় তুলে নিলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুলতান সুলতান্স। ন্যাশনাল স্টেডিয়াম করাচিতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় মুলতান সুলতান্স অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।
টস হেরে ব্যাটিং করতে নেমে ভালোই শুরু এনে দিয়েছিলেন শারজিল খান এবং করাচি কিংস অধিনায়ক বাবর আজম। পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৪১ রান সংগ্রহ করে করাচি। ৯ ওভার পর্যন্ত বিনা উইকেটে ৬৫ রান সংগ্রহ করে ভালো পুজি গড়ার দিকে এগিয়ে যাচ্ছিলো করাচি। কিন্তু, ওপেনার শারজিল খান, ইমরান তাহিরের করা নবম ওভারে ক্যাচ আউট হলে বাবর এবং শারজিলের ৬৬ রানের জুটি ভাঙে। তারপর, করাচি কিংস নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে ২০ ওভারে ১২৪ রান করতে সক্ষম হয়। যার ফলে মুলতান সুলতান্সের লক্ষ্য দাড়াঁয় ১২৫ রানের।
২য় ইনিংস:
১২৫ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগিয়ে যায় মুলতান সুলতান্সের দুই ওপেনার শান মাসুদ এবং মোহাম্মদ রিজওয়ান। শান মাসুদ পাওয়ার-প্লের পঞ্চম ওভারে ২৬ রানে আউট হলে, অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান এবং সোহাইব মাকসুদের সাথে ৬৩ রানের জুটি করে।
সোহাইব মাকসুদ দলীয় ১০১ রানে আউট হলে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান একাই দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। মোহাম্মদ রিজওয়ান ১৭.৫ ওভারে ফিফটি তুলে নিলে, ১০ বল হাত রেখেই ৭ উইকেটে জয় তুলে নেয় মুলতান সুলতান্স। ৪ ওভার করে ১৬ রান দিয়ে ৩ উইকেট সংগ্রহ করে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন ইমরান তাহির।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com
স্কোর :
করাচি কিংস : ১২৪/৫ (২০ ওভার)
শারজিল খান ৪৩ (৩১) ; জো ক্লার্ক ২৬ (২৪)
ইমরান তাহির ৩/১৬ (৪) ; খুশদিল শাহ ১/৮ (২)
মুলতান সুলতান্স : ১২৫/৩ (১৮.২)
মোহাম্মদ রিজওয়ান ৫২* (৪৭) ; শোহাইব মাকসুদ ৩০ (৩১)
মোহাম্মদ নবী ২/১৭ (৩.২) ; মোহাম্মদ ইলিয়াস ১/২ (১)