জমে উঠেছে প্রিমিয়ার লিগের শিরোপার লড়াই। ২০২১-২০২২ মৌসুমের শিরোপাজয়ের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই করছে লিগের বর্তমান শিরোপাজয়ী ও লিগে এখন পর্যন্ত পয়েন্টস টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি এবং দ্বিতীয় অবস্থানে থাকা লিভারপুল।
পেপ গার্দিওলার শিষ্যরা তাদের শেষ ম্যাচে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ০-১ ব্যবধানে হারিয়েছে স্পেনিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদকে এবং লিভারপুলও চ্যাম্পিয়ন্স লিগে তাদের শেষ ম্যাচেই পর্তুগীজ ক্লাব এস.এল বেনফিকাকে ৩-১ ব্যবধানে হারিয়ে উড়িয়ে দিয়েছে।
ফলে, দুই দলের প্লেয়াররাই আছেন ফুরফুরে মেজাজে। ম্যানচেস্টার সিটি এবং লিভারপুলের মধ্যকার পয়েন্ট ব্যবধান মাত্র ১। ফলে, দুই দলই চাইবে ম্যাচ জিতে লিগের শিরোপার দিকে এক ধাপ এগিয়ে যেতে। চলতি মৌসুমে অ্যানফিল্ডে দুই দলের প্রথম দেখায় ২-২ ব্যবধানে ড্র হয়েছিল ম্যাচটি।
ম্যাচ পূর্ববর্তী প্রেস কনফারেন্সে পেপ গার্দিওলা বলেন, “আমি আমার ম্যানজার ক্যারিয়ারের ১২-১৩ বছরের মধ্যে যেসব দলকে দেখেছি তাদের মধ্যে লিভারপুল সবচেয়ে কঠিন প্রতিপক্ষ, গত কয়েক বছরে লিভারপুলের খেলা ছিলো অসাধারণ“!! অন্যদিকে, লিভারপুল কোচ যুর্গেন ক্লপ বলেন, “ পেপ গার্দিওলা বিশ্বের সেরা একজন কোচ, আমার মতে আমরা সকলেই একথাই একমত “।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন হেলদি-স্পোর্টস শপ থেকে- https://shop.healthd-sports.com
ম্যাচের কিছু গুরুত্বপূর্ণ তথ্য :-
১. ম্যানচেস্টার সিটির ঘরের মাঠে লিভারপুল তাদেরকে শেষবার হারিয়েছিলো নভেম্বর ২০১৫ সালে।
২. ম্যানচেস্টার সিটির ঘরের মাঠে লিভারপুল তাদের শেষ ১২ ম্যাচের মধ্যে জয় পেয়েছে মাত্র ১ টিতে।
৩. লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির শেষ চার দেখায় ( সিটির জয় ২ ; ম্যাচ ড্র ২ ; লিভারপুলের জয় ০)
ম্যানচেস্টার সিটি ম্যাচটি জিতলে সমান ম্যাচ খেলে লিভারপুলের সাথে ৪ পয়েন্টের ব্যবধানে টেবিলের শীর্ষেই অবস্থান করবে তারা। অপরদিকে, লিভারপুল ম্যাচটি জিতলে সিটির সঙ্গে ২ পয়েন্টের ব্যবধানে উঠে যাবে টেবিলের শীর্ষে। সিটির ঘরের মাঠ ইতিহাদে ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত ৯:৩০ টায়।