রিয়াল মাদ্রিদ ক্লাব কে পেছনে ফেলে গত মাসে ফোর্বসের জরিপে বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাব হিসেবে নাম লেখিয়েছিল বার্সেলোনা।
এবার যুক্তরাষ্ট্রের সাময়িকীর করা ২০২১ সালে বর্তমান বিশ্বের সবচেয়ে দামি ক্রিড়াজগতের ক্লাবের তালিকায়ও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলল বার্সালোনা। ফোর্বসের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে কাতালান ক্লাবটি। তারপরই পাঁচ নম্ব্রে রয়েছে রিয়াল মাদ্রিদ।
মাত্র তিনটি ফুটবল ক্লাব তালিকার শীর্ষ দশে জায়গা করতে পেরেছে বার্সা – চতুর্থ, রিয়াল – পঞ্চম এবং বায়ার্ন মিউনিখ – দশম অবস্থানে রয়েছে।
৪র্থ অবস্থানে বার্সার মোট মুল্যমান ধরা হয়েছে ৪ দশমিক ৭৬ বিলিয়ন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ৪০ হাজার ৩৭২ কোটি টাকা। রিয়াল মাদ্রিদ ক্লাবের মোট মুল্যমান ৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ৪০ হাজার ২৮৭ কোটি টাকা।
দশম অবস্থানে থাকা বায়ার্ন মিউনিখের মোট মূল্যমান ৪ দশমিক ২১ বিলিয়ন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৫ হাজার ৭০৭ কোটি টাকা।
৫ দশমিক ৭ বিলিয়ন ডলার মূল্যমান নিয়ে তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের পেশাদার রাগবি ফুটবল লিগের (এনএফএল) দল ডালাস কাউবয়েজ।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com