পাথরকুচি পাতার উপকারিতা

পাথরকুচি পাতার ১৫টি উপকারিতা জেনে নিন!

পাথরকুচি পাতার উপকারিতা – পাথরকুচি গাছ কমবেশি প্রায় সকলেরই পরিচিত। এটি বহু বর্ষজীবী গুল্মজাতীয় উদ্ভিদ। নানা ঔষধি গুণে সমৃদ্ধ পাথরকুচি পাতার উপকারিতা অন্যান্য ঔষধি গাছের তুলনায় অনেক। 

চলুন আজ তবে জেনে নিই পাথরকুচি পাতা ও এর ঔষধি গুনাগুণ সম্পর্কে। 

পাথরকুচি পাতার উপকারিতা 

প্রাচীনকাল থেকেই পাথরকুচি পাতা বিভিন্ন রোগের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার হয়ে আসছে। চিকিৎসা বিজ্ঞানীরা মনে করেন, এই পাতা বিভিন্ন রোগ নিরাময়ে উপকারী। নিম্নে পাথরকুচি পাতার উপকারিতা ক্রমান্বয়ে আলোচনা করা হলো। 

ভিডিও তে পাথরকুচি পাতার ১৫টি অবিশ্বাস্য উপকারিতা দেখতে এখানে ক্লিক করুন!

লিভারের সমস্যা দূর করে

জন্ডিস নিরাময়ে এবং লিভারের যেকোনো সমস্যা হতে মুক্তি পেতে পাথরকুচির তাজা পাতা ও জুস অত্যন্ত উপকারী। 

সর্দি-কাশি দূর করে 

ঠান্ডাজনিত সমস্যা যেমন সর্দি, পুরনো কাশি, ব্রংকাইটিস দূর করতে পাথরকুচি পাতা দারুণ কার্যকর। কফ নিবারণেও এটি অত্যন্ত উপকারী। 

ডায়রিয়া বা রক্ত আমাশয় 

ডায়রিয়াজনিত সমস্যা বা রক্ত আমাশয় হলে পরিমাণ মত পাথরকুচি পাতার রস বেশ কাজে দেয়। তিন গ্রাম জিরা ও ছয় গ্রাম ঘি পাথরকুচির রসের সাথে মিশিয়ে খেলে এ ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া যায়। আমাশয় হলে কি খাবার খাওয়া যাবে | আমাশয় রোগের লক্ষণ ও প্রতিকার জেনে নিন!

কিডনির পাথর নিঃসরণে

পাথরকুচি পাতা কিডনির পাথর অপসারণে বিশেষ ভুমিকা পালন করে থাকে। প্রতিদিন দুই থেকে তিনটা পাতা চিবিয়ে অথবা রস করে খেলে কিডনি এবং গলব্লাডারের পাথর নিঃসরণ হয়। 

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে 

পাথরকুচি পাতা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এছাড়াও প্রসাবের ইনফেকশন দূর করতে এবং মূত্রথলির জাবতীয় সমস্যায় এ পাতা বেশ উপকারী।  

শরীর জ্বালা পোড়া 

যাদের শরীরে জ্বালাপোড়া আছে তারা এ থেকে মুক্তি পেতে হলে দুই চা চামচ পাথরকুচির রসের সাথে আধা কাপ গরম পানি মিশিয়ে খেলে শরীরের জ্বালাপোড়া কমে যাবে। 

পেট ব্যথা

অনেক সময় শিশুদের পেট ব্যথা করে। পেট ব্যথা হলে পাথরকুচি পাতার রস ৫০ থেকে ৬০ ফোটা পেটের ওপর দিয়ে মালিশ করলে পেটের ব্যথা উপশম হয়।

পাইলস ও অশ্বরোগ নিরাময়ে

পাথরকুচি পাতা পাইলস রোগের চিকিৎসায় দারুণ উপকারী। এ গাছের পাতার রসের সাথে গোল মরিচের গুড়া মিশিয়ে খেলে পাইলস এবং অশ্বরোগ থেকে মুক্তি পাওয়া যায়। 

পেট ফাঁপা দূর করে

অনেক সময় দেখা যায় প্রসাব বন্ধ হওয়ার কারণে পেট ফুলে গেছে। এসব সমস্যায় সামান্য চিনির সাথে দুই চা চামচ পাথরকুচির পাতার রস গরম করে সিকি কাপ পানির সাথে মিশিয়ে খেতে হবে। এতে প্রসাব তরল হবে, বায়ু নির্গত হবে এবং পেট ফাঁপাও দূর হয়ে যাবে।

ত্বকের যত্নে পাথরকুচি 

মূলত পাথরকুচি পাতা ত্বকের যত্নে বেশ উপকারী। কারণ এ পাতায় রয়েছে প্রচুর পরিমাণে পানি যা ত্বকের সমস্যা দূর করতে কার্যকরী ভূমিকা রাখে। রূপ সচেতন ব্যক্তিরা এই পাতা বেটে ত্বকে লাগালে ব্রণ ও ফুস্কড়ি থেকে মুক্তি পাওয়া যায়। 

সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন  আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com

পাথরকুচি পাতার আরো অন্যান্য উপকারিতা 

পাথরকুচি গাছ একটি ঔষধি উদ্ভিদ। এর রয়েছে নানান ঔষধি গুণ। 

সর্দিজনিত কারণে শরীরের বিভিন্ন স্থানে ফোড়া উঠতে দেখা যায় এবং শরীর প্রচন্ড ব্যথা হয়। এক্ষেত্রে সকাল বিকাল পাথরকুচি পাতার রস এক সপ্তাহ খেলে ফোড়া সেরে যায় এবং শরীরের ব্যথা ভালো হয়।

শরীরের কোন জায়গা কেটে বা থেঁতলে গেলে সেখানে টাটকা পাথরকুচি পাতা হালকা গরম করে সেঁক দিলে অনেক আরাম পাওয়া যায়। মৃগী রোগর ক্ষেত্রে এ পাতা যথেষ্ট গুণের। মৃগী রোগে আক্রান্ত রোগীকে এ পাতার রস ৮ থেকো ১০ ফোটা খাওয়ালে মৃগী রোগ উপশম হয়। 

জন্ডিস রোগ দূর করতে এবং লিভারের সমস্যা দূর করে এ পাতা। পেট ব্যথা, পেট ফাঁপা, প্রসাবে ইনফেকশন এবং মূত্র থলির যাবতীয় সমস্যা দূরীকরণে পাথরকুচি পাতা অত্যন্ত কার্যকরি। 

বিষাক্ত পোকার কামড়ে এ পাতার রস গরম করে লাগালে বিষ নষ্ট হয়ে যায়। এছাড়াও ত্বকের যেকোনো সমস্যা দূর করতে পাথরকুচি পাতার গুণের জুড়ি নেই। 

আপনার মনে কোন প্রশ্ন থাকলে এখানে করুন!

শেষ কথা

বিভিন্ন ধরনের ঔষধি গুণে ভরপুর এই পাথরকুচি পাতার উপকারিতা প্রাচীনকাল থেকেই মানুষ ভোগ করছে। নানাবিধ চিকিৎসায় এই গাছের পাতা ব্যবহারে রোগ থেকে মুক্তি পাওয়া যায়। 

আরও স্বাস্থ্য বিষয়ক পরামর্শ জানুন…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top